October 20, 2009

ক্যাননের নতুন প্রফেশনাল ক্যামেরা - Canon EOS-1D Mark IV

ক্যানন তাদের সেরা এসএলআর প্রফেশনাল ক্যামেরা ইওএস ১ডি মার্ক-৩ কে বদল করে মার্ক-৪ ছাড়ার ঘোষনা দিয়েছে। এরফলে আগের মডেল বাতিল ঘোষনা করা হল কারন ষ্টক শেষ হলে ক্যামেরাটি আর পাওয়া যাবে না সেকথাও জানানো হয়েছে। মার্ক-৩ থেকে মার্ক-৪ এর সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে সিমোস সেন্সর এবং ডুয়াল ডিজিক-৪ ইমেজ প্রসেসর ব্যবহার। এরফলে রেজ্যুলুশন ১৬.১ মেগাপিক্সেলের পাশাপাশি আইএসও বাড়িয়ে ১,০২,৪০০ করা সম্ভব হয়েছে।

এর অটোফোকাস সিষ্টেমেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আগের মত ৪৫ পয়েন্ট থাকলেও এর ৩৯টি এফ/২.৮ ক্রশ-টাইপ সেন্সর। ছবি উঠানোর সময় এগুলিকে সরাসরি ব্যবহার করা যাবে। সেইসাথে আরেকটি বিষয় ধরেই নিতে পারেন, হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং। এতে ১৯২০ ১০৮০ পিক্সেল ভিডিও রেকর্ড করা যাবে। ভিডিও করার সময় বিভিন্ন ধরনের ফ্রেম রেট ব্যবহার করা যাবে, মনোরেল ইন্টারনাল অথবা ষ্টেরিও এক্সটারনাল মাইক্রোফোন ব্যবহার করা যাবে এবং এক্সপোজার কন্ট্রোল করা যাবে।

আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে ইউডিএমএ মোড ৬ কম্প্যাক্ট ফ্লাশ কার্ড ব্যবহার। এছাড়া এসডি/এসডিএইচসি কার্ডও ব্যবহার করা যাবে। এলসিডি উন্নত করার কারনে ক্যামেরার ওজন আগের থেকে কিছুটা বেড়েছে।

ডিসেম্বরের শেষ নাগাদ ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে। দাম ঠিক করা হয়েছে লেন্স বাদে ৫০০০ ডলার।

No comments:

Post a Comment