আইফোন এবং ম্যাকের আশাতীত বিক্রির কারনে রেকর্ড পরিমান লাভের মুখ দেখেছে এপল। এর পরিমান ওয়াল ষ্ট্রীটের পুর্বাভাসের চেয়ে অনেক অনেক বেশি, শতকরা ১৭ ভাগ। তাদের শেয়ারের দাম বেড়ে আগের যে কোন সময়ের দাম ছাড়িয়ে গেছে। বছরের তৃতীয়ভাগের হিসেব থেকে এই তথ্য পাওয়া গেছে।
এই সময়ে আইফোনের বিক্রি বেড়েছে ৭ ভাগ। সংখ্যার হিসেবে বিক্রি হয়েছে ৭৪ লক্ষ। এতে অবাক হবার মত বিষয় যতটা তাচেয়ে বেশি অবাক করা বিষয় ম্যাকের বিক্রি। বিক্রি হয়েছে ৩০ লক্ষ ৫০ হাজার। ল্যাপটপের বিক্রি বেড়েছে শতকরা ৩৫ ভাগ।
এপলের যুগ্ম প্রতিষ্ঠাতা এবং প্রধান ষ্টিভ জবস অসুস্থ থাকার কারনে বেশ কিছুদিন খারাপ সময় কাটিয়েছে তারা। তিনি ফিরে আসার পরই ব্যবসা চাঙ্গা হয়ে উঠেছে। তাদের শেয়ারের দাম একলাফে ৭.৫ ভাগ বেড়ে ২০৪ ডলারে গিয়ে ঠেকে। অনেকে বলছে তা আরো বেড়ে ২৫০ ডলারে যেতে পারে।
উল্লেখ করা যেতে পারে, আমেরিকার কম্পিউটার বাজারের ৯.৪ ভাগ এপলের দখলে বলে পরিসংখ্যানে বলা হয়।
No comments:
Post a Comment