যারা ছবি উঠানোর উদ্দেশ্যে ক্যামেরা নিয়ে বের হন তারা জানেন ভাল ব্যাগের গুরুত্ব। একাধিক ক্যামেরা, লেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিষপত্র বয়ে নেয়াই শুধু না, ছোটখাট দুর্ঘটনা, হঠাৎ বৃষ্টি এসবের হাত থেকেও ক্যামেরা রক্ষা পায় ব্যাগের কল্যানে। ব্যাগ নির্মতা হামা নতুন ৯টি মডেলের ব্যাগ বাজারে ছেড়েছে। হঠাৎ দেখলে বাইরে থেকে একে কালো বলেই মনে হবে, ভালভাবে লক্ষ্য করলে অন্য রঙ দেখতে পাবেন। আর ভেতরের দিকে রীতিমত রঙিন।
ক্যানবেরা নামের এই ব্যাগগুলি এসএলআর, কম্প্যাক্ট, ছোট আকারের ক্যামকোর্ডার ইত্যাদিতে ব্যবহারের জন্য। ধরার যায়গা নরম, কাধে বা পিঠে আটকানোর ব্যবস্থা রয়েছে। এছাড়া নিচের রাবারের অংশ রয়েছে যে কোন যায়গায় রাখান জন্য, ভেতরে বৃষ্টি থেকে রক্ষার আবরন। প্রতিটি ব্যাগের জন্যই ব্যাটারী, চার্জার, মেমোরী কার্ড ইত্যাদি রাখার পকেট রয়েছে।
ক্যামেরা ব্যাগ তৈরীর জন্য যেসব কোম্পানী সুপরিচিত তাদের মধ্যে রয়েছে Leopro, Crumpler, Kata, Tamrac, Domke, National Geographic ইত্যাদি। এছাড়া ক্যামেরা কোম্পানীগুলিও নির্দিষ্ট মডেলের জন্য ক্যামেরা ব্যাগ তৈরী করে।
No comments:
Post a Comment