ইউটিউব ব্যবহারকারীদের জন্য সুখবর হচ্ছে সেখানে হলিউডের মুভি রাখার বিষয়ে আলোচনা চলছে। আর দুঃসংবাদ হচ্ছে সেক্ষেত্রে মুভি দেখার জন্য টাকা দিতে হবে। ইউটিউবের বর্তমান মালিক গুগল এবিষয়ে লায়নস গেট এন্টারটেইনমেন্ট, সনি, মেট্রো গোল্ডউইন মেয়ার এবং ওয়ার্নার এর সাথে আলাপ করছে বলে জানিয়েছে ওয়াল ষ্ট্রিট জার্নাল।
রিপোর্টে বলা হয়েছে এখনও কোন চুক্তি হয়নি। আলোচনা যে পর্যায়ে রয়েছে তাতে চুক্তি হওয়ার আগেই বাতিল হতেও পারে। ইউটিউব কিংবা ষ্টুডিওগুলির কারো কাছ থেকেই এবিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এই ব্যবস্থার ফলে যা আয় হবে তা ইউটিউব এবং ষ্টুডিওগুলির মধ্যে ভাগাভাগি হবে বলে ধারনা করা হচ্ছে। ওয়াল ষ্ট্রিটের মতে এই অর্থের পরিমান ৩.৯৯ ডলার পর্যন্ত হতে পারে। এ মাসেই ইউটিউবে পরীক্ষামুলকভাবে মুভি যোগ করার কথা ছিল। আলোচনা দীর্ঘায়িত হওয়ায় তা পিছিয়ে দেয়া হয়েছে।
No comments:
Post a Comment