বিশ্বের অন্যতম বৃহৎ ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজক সনি ছবি আহ্বান করেছে। বিষয় একেবারেই নির্দিষ্ট, ফুটবল। পুরস্কার হিসেবে আপনি পেতে পারেন আগামী বছর দক্ষিন আফ্রিকায় হতে যাওয়া ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ডকাপে যাওয়ার টিকেট।
একজন ফুটবল ভক্তের চোখে ফুটবল খেলা এবং ফুটবলের জন্য ভালবাসা এটাই প্রকাশ পাবে ছবিতে। এটা এই প্রতিযোগিতার দ্বিতীয় বছর। গতবছর এই পুরস্কার পেয়েছিলেন পাকিস্তানের মেয়ে সারাহ আহমেদ। তার ছবির নাম ছিল, The Love of the Game: a cook, a cleaner, a mother… and an attacking midfielder.
প্রতিযোগিতায় অংশ নেয়া সবগুলি ছবি সনির ওয়েবসাইটে রাখা হবে। সেখান থেকে বাছাই করা ১০০ ছবি পাঠানো হবে বিচারকের কাছে চুড়ান্ত বিজয়ী নির্বাচনের জন্য।
প্রতিযোগিতার পুরস্কার গুলি হচ্ছে;
১. সনির খরচে দক্ষিন আফ্রিকায় যাতায়াত, বিশ্বকাপ দেখা এবং থাকা-খাওয়ার সুযোগ।
২. লেন্স সহ একটি ডিজিটাল এসএলআর ক্যামেরা।
৩. একজনকে আগামী ডিজিটাল ইমেজিং ক্যাম্পেন এ অংশ নেয়ার সুযোগ দেয়া হবে।
এছাড়া বাছাই করা ছবিগুলি আগামী বছর ক্যানে প্রদর্শনীতে দেখানো হবে।
সৌখিন ফটোগ্রাফাররা মুল প্রতিযোগিতার পাশাপাশি খেলাধুলা বিভাবে অংশ নিতে পারেন। এখান থেকে বাছাই করা তিনটি ছবি সনির মুল প্রতিযোগিতার জন্য মনোনিত করা হবে। সেখানে পুরস্কার সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি এওয়ার্ডস এমেচার ফটোগ্রাফার খেতাব, ৫০০০ ডলার এবং সনি ক্যামেরা সামগ্রী।
প্রতিযোগিতার নিয়ম;
. প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত। অংশ গ্রহনের জন্য কোন ফি দিতে হবে না।
. ছবি অবশ্যই ২০০৯ সালে উঠানো হতে হবে।
. ১ জুন থেকে ৪ ডিসেম্বরের (২০০৯) মধ্যে ছবি জমা দিতে হবে।
ছবি পাঠিয়ে অংশ নেয়ার জন্য কিংবা আরো জানার জন্য ভিজিট করুন : http://www.worldphotographyawards.org/
No comments:
Post a Comment