একই সফটওয়্যারের মধ্যে থেকে ছবি এবং ভিডিও নিয়ে কাজ করার জন্য বাজারে ছাড়া হয়েছে কোরেল ডিজিটাল ষ্টুডিও ২০১০। এর ব্যবহার খুব সহজ এবং মজাদার। বলা হচ্ছে এটা ব্যবহারের জন্য এবং সৃষ্টিশীল কাজ করার জন্য আগে থেকে কিছু জানা না থাকলেও চলবে। বর্তমানে যেখানে বহু মানুষ নিয়মিত ডিজিটাল ক্যামেরায় এবং মোবাইল ফোনে ক্রমাগত ছবি উঠাচ্ছে, ভিডিও করছে সেখানে এধরনের সফটওয়্যার অনায়াসে জনপ্রিয়তা পেতে পারে।
অধিকাংশ নতুন ব্যবহারকারী সমস্যায় পরেন ছবি এডিট কিসে করবেন, ভিডিও কাটাকুটি কোথায় করবেন, কিভাবে সেগুলি একসাথে করবেন, কিভাবে ডিভিডি তৈরী করবেন ইত্যাদি নিয়ে। কোরেল ডিজিটাল ষ্টুডিও ছবি এবং ভিডিও দেখা, এডিট করা থেকে শুরু করে ডিভিডি রাইট করা পর্যন্ত সব কাজই করবে। ইচ্ছে করলেই ক্লিক করেই ছবি বা ভিডিওকে ইউটিউব, ফ্লিকার, ফেসবুকে পাঠানো, ই-মেইল করা কিংবা মোবাইল ফোনে পাঠানো সব কাজই করা যাবে।
এমাসের মাঝামাঝি সময় থেকে সফটওয়্যারটি পাওয়া যাবে বলে কোরেলের পক্ষ থেকে বলা হয়েছে। ইংরেজি ছাড়াও জার্মান, ফ্রেঞ্জ, ইটালিয়ান, স্প্যানিস, ডাচ, চাইনিজ ইত্যাদি ভাষায় সফটওয়্যারটি পাওয়া যাবে।
তাদের ওয়েবসাইট থেকে ৩০ দিন ব্যবহারযোগ্য সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন। ঠিকানা : www.corel.com/digitalstudio
No comments:
Post a Comment