মোবাইল ফোনের জন্য মাইক্রোসফটের অপারেটিং সিষ্টেম উইন্ডোজ মোবাইল ৬.৫ বাজারে আসছে ৬ অক্টোবর। যারা আগের ভার্শন ব্যবহার করছেন তারা সরাসরি আপডেট করে এই ভার্শন ব্যবহার করার সুযোগ পাবেন। আর এরমধ্যে যে ফোনগুলি বাজারে পৌছেনি সেগুলি নতুন ভাশর্ন ইনষ্টল করা অবস্থায় বাজারে ছাড়া হবে।
আগের সুবিধাগুলির উন্নতির সাথে এতে দুটি নতুন উল্লেখযোগ্য বিষয় যোগ করা হয়েছে। মাই ফোন এবং উইন্ডোজ মার্কেট প্লেস।
প্রথমটির সাহায্যে ইমেজ, মিউজিক, কন্ট্যাক্ট, মেসেজ এগুলিকে সমন্মিত করা যাবে। পরেরটি ব্যবহার করে মোবাইল ফোনেই রাজ্যের সফটওয়্যার বাজারের তথ্য পাওয়া যাবে। এছাড়া এতে খুব সহজে ফেসবুক, টুইটার, ইউটিউব, মাই স্পেস ইত্যাদি ব্যবহার করা যাবে।
স্যামস্যাং ওমনিয়া ২ এবং এইচটিসির একাধিক মোবাইল ফোন এই অপারেটিং সিষ্টেম ব্যবহার করে।
No comments:
Post a Comment