কিছুদিন আগে অলিম্পাস তাদের ই-পি১ নামের ক্যামেরা এনে ক্যামেরায় নতুন মাত্রা যোগ করেছে। তারই প্রতিযোগি হিসেবে একই ধরনের ক্যামেরা ছাড়ার ঘোষনা দিল প্যানাসনিক। আকারে এবং ওজনে একেবারে ছোট এই মাইক্রো ৩/৪ ক্যামেরায় এসএলআরের মত লেন্স বদল করা যাবে। ১২ মেগাপিক্সেল, ৩ ইঞ্চি ডিসপ্লের এই ক্যামেরার আকার অলিম্পাসের ই-পি১ এর সমান।
এতে বিল্ট-ইন ফ্লাশের পাশাপাশি পৃথক ফ্লাশ ব্যবহারের জন্য হট-সু রাখা হয়েছে। প্রতি সেকেন্ডে ৩ ফ্রেম শ্যুট করা যায়। এর কন্ট্রাষ্ট ডিটেকশন অটোফোকাস অলিম্পাসের চেয়ে দ্রুত কাজ করে। অলিম্পাসের ১১ এরিয়া অটোফোকাসের তুলনায় এতে ২৩ ফোকাসিং এরিয়া ব্যবহার করা হয়েছে। কাজেই অন্তত কাগজে কলমে বেশকিছু বিষয়ে এটা ই-পি১ থেকে এগিয়ে।
এতে এসডি/এসডিএসসি কার্ড ব্যবহার করা যাবে, নিজস্ব লিথিয়াম আয়ন ব্যাটারী ব্যবহার করে, হাই ডেফিনিশন আউটপুট রয়েছে। দুটি ক্যামেরাতেই হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যায়।
ক্যামেরায় ইলেকট্রনিক ভিউফাইন্ডার নেই তবে পৃথক ভিউফাইন্ডার ব্যবহার যাবে। ক্যামেরা এবং ভিউফাইন্ডার উভয়ই অক্টোবর থেকে বাজারে পাওয়া যাবে।
ক্যামেরার সাথে দুটি লেন্সের কথা জানানো হয়েছে। একটি ২০ মিমি, অপরটি ১৪-৪৫ মিমি। দুটি লেন্সসহ এর দাম ৯০০ ডলার। পৃথক ভিউফাইন্ডারের দাম ২০০ ডলার।
No comments:
Post a Comment