মাস তিনেক আগে অপেরা তাদের ইন্টারনেট ব্রাউজারের নতুন ভার্শন ১০ এর বেটা ভার্শন ছেড়েছিল। এখন তার ফুল ভার্শন ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। অপেরা টারবো নামের এই ব্রাউজারকে বলা হয় সবচেয়ে দ্রুতগতির ব্রাউজার। প্রতিদ্বন্দি ব্রাউজারের তুলনায় অন্তত ৮ গুন দ্রুতগতিতে কাজ করে বলে তাদের পক্ষ থেকে দাবী করা হয়েছে।
ইন্টারফেসের পরিবর্তণ ছাড়াও এতে স্পিড ডায়াল নামে একটি ফিচার রয়েছে যেখানে বেশি ভিজিট করা ওয়েব পেজের তথ্য জমা থাকে। এছাড়া ৫১টি ভাষায় স্পেল চেক করার ব্যবস্থা রয়েছে। ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। ই-মেইল কনভারশেসনের জন্য ইমেইল ক্লায়েন্ট যোগ করা হয়েছে।
ডাউনলোডের ঠিকানা ; http://www.opera.com/
No comments:
Post a Comment