September 1, 2009

ক্যাননের ৭ডি ক্যামেরার ঘোষনা Canon 7D announced

ক্যানন তাদের উচু মানের বর্তমানের ৫ডি মার্ক এবং ৫০ডি এর সাথে নতুন একটি মডেল যোগ করতে যাচ্ছে। ৭ডি মডেলের এই ক্যামেরায় ১৮ মেগাপি্ক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে। এতে আগের ইএফ এবং ইএফ-এস লেন্স ব্যবহার করা যাবে। এতে ডিজিক ৪ প্রসেসর ব্যবহার করা হয়েছে। বার্ষ্ট শ্যুটিং মোডে প্রতি সেকেন্ডে ৮টি ছবি (১৫টি র অথবা ১২৬টি জেপেগ) ক্যাপচার করা যাবে।

নতুন এই মডেলে নতুন ৬৩-জোন ডুয়াল লেয়ার কালার সেনসিটিভ মিটারিং সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়াও নতুস ফেজ ডিটেকসন অটোফোকাস সেন্সর যোগ করা হয়েছে। ক্যামেরাটি ধুলাবালি এবং পানিরোধক। লাইভ ভিউ সহ ৩ ইঞ্চি ডিসপ্লে, এছাড়া পেন্টাপ্রিজম ভিউফাইন্ডার রয়েছে।

ক্যামেরাটিতে ফুল রেজ্যুলুশন (১৯২০ ১০৮০) হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। ফ্রেমরেট ২৪, ২৫ এবং ৩০। ভিজিএ রেজ্যুলুশনে ৫০ কিংবা ৬০ ফ্রে/সে রেকর্ড করা যাবে। এতে ইমেজ এবং ভিডিও রেকর্ড হবে সিএফ ১/২ কার্ডে। লিথিয়াম আয়ন ব্যাটারী থেকে এক চার্জে ১০০০ ছবি উঠানো যাবে।

সেপ্টেম্বর থেকেই ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে। লেন্স বাদে ক্যামেরার দাম ১৭০০ ডলার।

ক্যামেরার সাথে তিনটি নতুন লেন্স (১৮-৫৫ মিমি, ১৮-১৩৫ মিমি এবং ১০০ মিমি) ঘোষনা করেছে। সেইসাথে নতুন একটি ব্যাটারী গ্রিপ এবং ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস সহ এবটি অয়্যারলেস ট্রান্সমিটার ইউনিটের ঘোষনাও দেয়া হয়েছে।

No comments:

Post a Comment