অনেক আগেই প্রচার পাওয়া এন-৯৭ মিনি এর বিষয়টি নিশ্চিত করেছে নোকিয়া। অক্টোবরে সেটটি বাজারে পাওয়া যাবে। এতে ৩.২ ইঞ্চি টাচস্ক্রিণ ছাড়াও ফুল কিবোর্ড থাকবে। সাথে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৩০ ফ্রেম/সে ভিডিও রেকর্ডিং, ডুয়াল এলইডি ফ্লাশ, ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরী, এফএম রেডিও, মেমোরী কার্ড স্লট ইত্যাদি থাকবে। এছাড়া থ্রিজি, ওয়াই-ফাই, জিপিএস, ব্লু-টুথ সহ সব ধরনের কানেকটিভিটি থাকবে।
এন-৯৭ নিশ্চিত করার পাশাপাশি নোকিয়া নতুন একটি সিরিজের কথা ঘোষনা করেছে। এক্স সিরিজে এক্স৬ এবং এক্স৩ নামে দুটি ফোন ছাড়া হবে।
এক্স-৬ তাদের ৫৮০০ এক্সপ্রেস মিউজিক এর উত্তরসুরি। ৩.২ ইঞ্চি টাচস্ক্রিনের এই সেটে ৩২ গিগাবাইট ইন্টারনাল ষ্টোরেজ থাকবে। সাথে কার্ল জিস লেন্স সহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৩০ ফ্রেম/সে ভিডিও রেকর্ডি, ডুয়াল এলইডি ফ্লাশ ইত্যাদি থাকবে। এতে পৃথক মেমোরী কার্ড ব্যবহার করা যাবে না। সোস্যাল নেটওয়াকিং সহ সব ধরনের কানেকটিভিটি এতে থাকবে।
সেটটির পুরুত্ব ১৩.৮ মিমি।
এক্স৩ স্লাইডার ফোন। এতে ২.২ ইঞ্চি ডিসপ্লে থাকবে। ৩.২ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা এবং কানেকটিভিটি হিসেবে জিএসএম এর সাথে জিপিআরএস এবং এজ ব্যবহার করা হবে। এছাড়া ব্লুটুথ, মেমোরী কার্ড স্লট, এফএম রেডিও, ৩.৫ মিমি অডিও জ্যাক এবং বিল্ট-ইন ষ্টেরিও স্পিকার থাকবে। মুলত কমদামি সেট হিসেবে একে তৈরী করা হয়েছে।
এর দাম ১৫০ ডলারের মধ্যে।
No comments:
Post a Comment