September 3, 2009

আইটি প্রফেসনালদের জন্য বিনামুল্যে উইন্ডোজ ৭ Free Windows 7 Enterprise Trial

মাইক্রোসফট জানিয়েছে তারা আইটি প্রফেসনালদের জন্য বিনামুল্যে ডাউনলোডের জন্য উইন্ডোজ ৭ এন্টারপ্রাইজ এর একটি পরীক্ষামুলক ভার্শন দিচ্ছে। তারা এর মাধ্যমে নিজেদের তৈরী সফটওয়্যার, ডিভাইস ড্রাইভার, কাজের পদ্ধতি ইত্যাদি ঠিক করার সুযোগ পাবেন। সফটওয়্যারটি ডাউনলোডের ১০ দিনের মধ্যে একটিভেট করতে হবে এবং ৯০ দিন কাজ করবে। ৯০ দিন পার হলে প্রতি ঘন্টায় সাটডাউন হবে এবং নতুন উইন্ডোজ কিনে নতুনভাবে ইনষ্টল করতে হবে। ইংরেজি, স্প্যানিস, জার্মান, ফ্রেঞ্জ এবং জাপানি ভাষায় উইন্ডোজ পাওয়া যাবে। আইটি প্রফেশনালদের জন্য কথাটি উল্লেখ করা থাকলেও মুলত যে কেউ ডাউনলোড করার সুযোগ পাবেন।

একে অনেকে এক্সপি এবং ভিসতা ব্যবহারকারীদের আস্বস্ত করার চেষ্টা বলে উল্লেখ করছেন। অধিকাংশ মানুষই ভিসতাকে মাইক্রোসফটের ব্যর্থতা বলে মনে করেন এবং এর বদলে আগের এক্স ব্যবহার করেন। যে কারনে সফটওয়্যার আপগ্রেডের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত বড় ধরনের ডিসকাউন্টের অফার দিয়েছে।

এদিকে মাইক্রোসফট এবং ইন্টেল যৌথভাবে জানিয়েছে যে কম্পিউটারগুলি ইন্টেল প্রসেসর এবং উইন্ডোজ ৭ ব্যবহার করবে সেগুলি অনেক দ্রুত কাজ করবে এবং ল্যাপটপের ক্ষেত্রে অধিক সময় ব্যাটারী ব্যবহার করবে। তারা একটি ইন্টেল প্রসেসর বিশিষ্ট কম্পিউটার প্রদর্শন করেন যা ১১ সেকেন্ডের কমে ষ্টার্ট হয়। তারা দাবী করেছেন নতুন অপারেটিং সিষ্টেম ইন্টেলের নতুন প্রযুক্তির ৩২ ন্যানোমিটার ক্লার্কসডেল প্রসেসর ব্যবহার করে ডাটা এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার ক্ষেত্রে ভিসতার তুলনায় ১১ গুন দ্রুততার ফল পেয়েছেন।

মাল্টিকোর প্রসেসরের থ্রেডে যখন প্রয়োজন শুধুমাত্র তখনই বিদ্যুত ব্যবহার করা হবে, অন্য সময় আয়ডল মোডে থাকবে। ফলে ল্যাপটপের ব্যাটারী বেশি সময় কাজ করবে।

No comments:

Post a Comment