September 3, 2009

কোডাকের সাশ্রয়ী প্রিন্টার Kodak all-in-one printer

কোডাক দুটি প্রিন্টার বাজারে ছেড়েছে যেগুলি সম্পর্কে বলা হচ্ছে সবচেয়ে কম খরচে প্রিন্ট করা সম্ভব। KODAK ESP 3250 এবং KODAK ESP 5250 মডেলে প্রিন্ট, কপি, স্ক্যান সবই করা যাবে। তারা জানিয়েছে এতে কম দামের উন্নত মানের পিগমেন্ট ইংক ব্যবহার করা হয়েছে যার ব্যবহারে খরচ কমবে অথচ ল্যাব কোয়ালিটি ফটো পাওয়া যাবে। KODAK ESP 3250 মডেলে ১.৫ ইঞ্চি কালার ডিসপ্লের পাশাপাশি মেমোরী কার্ড সাপোর্ট রয়েছে। ফলে কম্পিউটার ছাড়াই ছবি প্রিন্ট করা যাবে। এর দাম মাত্র ১৩০ ডলার।

KODAK ESP 5250 মডেলে অন্যান্য সুবিধার সাথে রয়েছে ২.৪ ইঞ্চি ডিসপ্লে এবং বিল্ট-ইন ওয়াই-ফাই কানেকটিভিটি। ফলে কোনধরনের সংযোগ ছাড়াই এই প্রিন্টারে প্রিন্ট করা যাবে। এছাড়া মেমোরী কার্ড সাপোর্ট এবং প্রিন্টারেই ছবি দেখা, এডিট করা ইত্যাদি সুবিধে রয়েছে। এই প্রিন্টারের দাম ১৭০ ডলার।

প্রিন্টারদুটিতে মিনিটে ৩০ পৃষ্ঠা সাদাকালো এবং মিনিটে ২৯ পৃষ্ঠা রঙিন প্রিন্ট করা যাবে। কোডাকের হিসেবে এই প্রিন্টার ব্যবহার করলে বছরে কালির খরচ ১১০ ডলার কমবে।

টু-সাইড প্রিন্টিং, মাল্টিপল পেজ পার সিট প্রিন্টিং ইত্যাদি সাপোর্ট করে। দুটি প্রিন্টারই এনার্জি ষ্টার কোয়ালিফাইড। ষ্ট্যান্ডবাই মোডে মাত্র ১ ওয়াট বিদ্যুত খরচ করে।

No comments:

Post a Comment