August 14, 2009

স্যামসাং এর দুই ডিসপ্লে বিশিষ্ট ক্যামেরা Samsung dual LCD display camera

এক ক্যামেরায় দুটি ডিসপ্লে কি কাজে আসবে, প্রশ্ন করতেই পারেন উত্তর হচ্ছে যার ছবি উঠানো হবে সে ক্যামেরায় সেটা দেখতে পাবে শিশুদের ছবি উঠানোর সময় (চাইল্ড মোডে) সেখানে মজাদার এনিমেশন দেয়া যায় যা শিশুকে ক্যামেরার দিকে আকৃষ্ট করবে কিংবা নিজের ছবি উঠাতে চেষ্টা করেন তাহলে দেখে নিতে পারবেন ফ্রেমিং ঠিক হয়েছে কিনা স্যামসাং দুটি ক্যামেরা বাজারে ছেড়েছে এই সুবিধে দিয়ে ডিসপ্লে রেজুল্যুশন ছাড়া দুটি ক্যামেরাই মুলত এক TL220 মডেলে ডিসপ্লে ৩ ইঞ্চি, রেজ্যুলুশন ২৩০,০০০ ডট, TL225 এর ডিসপ্লে ৩.৫ ইঞ্চি, রেজুল্যুশন ১,১৫২,০০০ ডট

দুটি ক্যামেরাতেই ১২ মেগাপিক্সে সেন্সর, স্নাইডার-ক্রুজনাচ লেন্স ব্যবহার করা হয়েছে অপটিক্যাল জুম ৪.৬ এক্স, ডিজিটাল জুম ৫ এক্স, ৫৫ মেগাবাইট ইন্টারনাল মেমোরী, এসডি কার্ড সাপোর্ট, লিথিয়াম আয়ন রিচার্জেবল ব্যাটারী ইত্যাদি বিষয়ে কোন অমিল নেই

দুটি ক্যামেরাতেই ৩০ ফ্রেম/সে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যায় ডিসপ্লের নির্দিষ্ট যায়গায় স্পর্শ করে সেই যায়গা ফোকাস করা যায়। এছাড়া সেখানে ২ সেকেন্ড আঙুল রেখে ছবি উঠানো যায়। ফেস রিকগনিশন, স্মাইল ডিটেকশন, ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ইত্যাদি বিষয়গুলি তো রয়েছেই।

প্রথমটির দাম ৩০০ ডলার, পরেরটি ৩৫০ ডলার

No comments:

Post a Comment