August 13, 2009

ইন্টারনেট ব্যবহারকারীর বিরুদ্ধে পর্ন নির্মাতার মামলা Foreign porn producers sue SKorean Internet users

যৌনতা সম্বলিত অশ্লীল ভিডিও যাদের ব্যবসা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার খবরের সাথে আমরা সবসময়ই পরিচিত। যারা এই ভিডিও তৈরী করেন তারাই মামলা ঠুকেছেন দক্ষিন কোরিয়ার ইন্টারনেট ব্যবহারকারীদের বিরুদ্ধে। অভিযোগ তারা অবৈধভাবে তাদের ভিডিও আপলোড করে ব্যবসা করছেন। আমেরিকা এবং জাপানের ৫০টি নির্মাতা কোম্পানী এই মামলা পরিচালনা করছে, অভিযুক্ত দক্ষিন কোরিয়ার ১০ হাজার বড় ধরনের আপলোডার।

সিউল এবং আশেপাশের এলাকার দশটি থানায় একযোগে মামলা করা হয়েছে। পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে বিষয়টি তদন্তের। দক্ষিন কোরিয়ায় আইন অনুসারে এজন্য তাদের জেলে যেতে হতে পারে।

বাদীর পক্ষের আইনজীবি জানিয়েছেন তারা ১০ হাজার আইডি চিহ্নিত করেছেন যারা এই পথে অর্থ উপার্জন করছে। এদের কারো কারো মাসিক আয় ৩ কোটি ওন পর্যন্ত (প্রায় ২৫ হাজার ডলার)।

পুলিশ জানিয়েছে অন্যান্য শাস্তির পাশাপাশি তারা এইসব কোম্পানীর জন্য ক্ষতিপুরন আদায়ের ব্যবস্থা করবে। ব্যবহারকারী ছাড়াও অন্তত ৮০টি ওয়েবসাইট অপারেটরকেও দোষী হিসেবে শনাক্ত করা হয়েছে।

উল্লেখ করা যেতে পারে দক্ষিন কোরিয়ায় ৯০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে।

No comments:

Post a Comment