August 13, 2009

মাইক্রোসফটের জরিমানা Microsoft ordered to pay $290M

মাইক্রোসফটের জরিমানা দেয়ার খবরে নতুন কিছু নেই ব্যবসানীতির কারনে তাকে বহুবার জরিমানা দিতে হয়েছে এবার টেক্সাসের এক বিচারক মাইক্রোসফটকে ২৯ কোটি ডলার জরিমানা দিতে বলেছে এবং বিশেষ ভার্শনের ওয়ার্ড সফটওয়্যার দুমাসের মধ্যে আমেরিকার বাজার থেকে প্রত্যাহার করতে বলেছে

বিচারক বলেছেন মাইক্রোসফট তাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ওয়ার্ড ২০০৩ এবং ২০০৭ এর মাধ্যমে কানাডার একটি কোম্পানীর পেটেন্ট ভংগ করেছে কোন ফাইল ওপেন করার আগে এরা নির্দিষ্ট কিছু কোড সরিয়ে ফেলে, ফলে কোন সমস্যা দেখা দিলে মাইক্রোসফটের স্মরনাপন্ন হতে হয়

জরিমানা ২৯ কোটি ডলার দিতে হবে টরোন্টো ভিত্তিক i4i LLP কে মাইক্রোসফট জানিয়েছে তারা আপিল করবে

No comments:

Post a Comment