August 15, 2009

জিপিএস, ওয়াই-ফাই, ব্লু-টুথ সহ ক্যামেরা Samsung CL65, camera with GPS, Wi-Fi, Bluetooth

স্যামসাং এর ০.৭ ইঞ্চি পুরুত্বের এই ফোনে রয়েছে বিল্ট-ইন জিপিএস রিসিভার, ওয়াই-ফাই এবং ব্লুটুথ নেটওয়ার্ক। এর ৩.৫ ইঞ্চি ডিসপ্লে রেজুলুশন ১,১৫২,০০০ পিক্সেল (মেগাপিক্সেল ডিসপ্লে!)। স্নেইডার-ক্রুজনাচ লেন্সের ৫ এক্স অপটিক্যাল জুম, ১২.২ মেগাপিক্সেল সেন্সরের CL65 নামের এই ক্যামেরার দাম ৪০০ ডলার।

ক্যামেরাটিতে স্মাইল এবং ব্লিংক ডিটেকশন সহ ফেস রিকগনিশন ব্যবস্থা রয়েছে। এর অর্থ যখন সকলে হাসবে সেইসময় ছবি উঠাবে, এবং যখন কেউ চোখ বন্ধ করবে তখন ছবি উঠবে না। স্মার্ট ফেস রিকগনিশন এর মাধ্যমে ২০ জনকে রেজিষ্টার করা যায়। ছবি উঠানোর সময় এদেরকে প্রাধান্য দিয়ে ছবি উঠবে।

ক্যামেরার ভেতরেই রেড-আই কারেকশনের ব্যবস্থা রয়েছে। এতে ১৬টি সিন মোড রয়েছে সহজে ছবি উঠানোর জন্য, এছাড়া নিজস্ব সেটিং ব্যবহার করার ব্যবস্থাও আছে।

এতে ৩০ ফ্রেম/সে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। ক্যামেরার নিজস্ব মেমোরী ১০০ মেগাবাইট। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে।

সেপ্টেম্বর থেকে ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে।

No comments:

Post a Comment