নোকিয়ার নতুন যে ফোনগুলি বাজারে এসেছে তারমধ্যে বিশেষভাবে উল্লেখ করতে হয় এই ফোনটির। পাতলা, দেখতে সুন্দর সেটটিতে যা যাকিছু প্রয়োজন সবকিছুই দেয়া হয়েছে। এমনকি যারা শক্তিশালী ক্যামেরা, বিশাল টাচক্রিন, ফুল কিবোর্ড এসব পছন্দ করেন তারাও একে অবহেলা করতে পারবেন না। এতে রয়েছে ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, ২.২ ইঞ্চি ডিসপ্লে, এবং সব ধরনের কানেকটিভিটি।
ক্যামেরাটিতে চকচকে ধাতব কেসিং ব্যবহার করা হয়েছে। আকার প্যান্টের পকেটে রাখার জন্য একেবারে মানানসই। এস-৪০ ইউজার ইন্টারফেস, বিল্ট-ইন জিপিএস রিসিভার, এক্সিলারোমিটার, আরডিএস সহ এফএম রেডিও, এটুডিপি সহ ব্লুটুথ ২.১, মাইক্রো ইউএসবি, মাইক্রোএসডি কার্ড স্লট (১৬ গিগাবাইট সাপোর্ট) এসব ছাড়াও রয়েছে ভিডিও রেকর্ডিং এবং ছবি উঠানোর জন্য পৃথক বাটন। এ-জিপিএস সহ নোকিয়া ম্যাপ রয়েছে এতে। অধিকাংশ অডিও ফরম্যাট ব্যবহার করা গেলেও উইন্ডোজ মিডিয়া ভিডিও ব্যবহার করা যায় না।
কানেকটিভিটির জন্য জিএসএম/জিপিআরএস/এজ ছাড়াও রয়েছে ট্রাই ব্যান্ড থ্রিজি (১০ এবং ২ মেগা বিট/সে)। ষ্ট্যান্ড-বাই টাইম ৩০০ ঘন্টা, টক টাইম ৫ ঘন্টা (থ্রিজি ৪ ঘন্টা), গান শোনা যাবে ২০ ঘন্টা।
তিনটি ভিন্ন ভিন্ন রঙে সেটটি পাওয়া যাচ্ছে।
No comments:
Post a Comment