নাইকন তাদের কুলপিক্স সিরিজের ৪টি নতুন ডিজিটাল ক্যামেরার ঘোষনা দিয়েছে। এদের মধ্যে S1000pj নামের মডেলটি নিজেই প্রজেক্টর হিসেবে কাজ করবে। অর্থাৎ আপনি ক্যামেরাকে স্থিরভাবে হাতে ধরে রাখবেন, আর ক্যামেরার ছবি সামনের মসৃন দেয়ালে বা পর্দায় বড় আকারে দেখতে পাবেন। ১২ মেগাপিক্সেল সিসিডি ইমেজ সেন্সর, অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজড নিকর ব্রান্ডের ৫ এক্স অপটিক্যাল জুম সহ এই ক্যামেরার দাম ৪৩০ ডলার। সঠিকভাবে প্রজেক্টর ব্যবহারের জন্য অয়্যারলেস রিমোট দেয়া হবে।
অন্য যে মডেলগুলি ছাড়া হচ্ছে সেগুলি
Nikon Coolpix S70
৪০০ ডলার দামের এই ক্যামেরা মাত্র ০.৮ ইঞ্চি পুরু। এতেও রয়েছে ১২ মেগাপিক্সেল সিসিডি সেন্সর, ৫ এক্স অপটিক্যাল জুম, ২৮ মিমি ওয়াইড এঙ্গেল। এতে এলসিডি ডিসপ্লের বদলে ৩.৫ ইঞ্চি অর্গানিক ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ফলে শুধুমাত্র যে রেজ্যুলুশন বেরেছে তাই না, বরং এটি মাল্টিটাচ স্ক্রিন হিসেবে ব্যবহার করা যাবে। যেমন এই স্ক্রিনের ওপর ছবি স্পর্শ করে আপনি বলে দিতে পারবেন কোথায় ফোকাস করতে চান, কিংবা কোথায় জুম করতে চান। এই ক্যামেরায় হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। কালো এবং লাল ছাড়াও আকর্ষনীয় মিশ্র রঙে এই ক্যামেরা পাওয়া যাবে।
Nikon Coolpix S640
২৫০ ডলার মুল্যের এই ক্যামেরাও অন্যদের মতই পাতলা আকারের। অন্যান্য দিকে অন্য ক্যামেরাগুলি থেকে ছোট। এতেও রয়েছে ১২ মেগাপিক্সেল সিসিডি সেন্সর, ৫ এক্স অপটিক্যাল জুম, ২৮ মিমি ওয়াইড এঙ্গেল। সাথে ২.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। এই ক্যামেরা সম্পর্কে বলা হচ্ছে কুলপিক্স সিরিজের ক্যামেরাগুলির মধ্যে সবচেয়ে দ্রুত অটোফোকাসে সক্ষম। ৫টি ভিন্ন ভিন্ন রঙে এটি পাওয়া যাবে।
Nikon Coolpix S570
এই মডেলের দাম রাখা হবে ২০০ ডলার। অন্যান্য মডেলের মত এতেও রয়েছে ১২ মেগাপিক্সেল সিসিডি সেন্সর, ৫ এক্স অপটিক্যাল জুম, ২৮ মিমি ওয়াইড এঙ্গেল লেন্স। ৪টি ভিন্ন ভিন্ন রংয়ে এই ক্যামেরা পাওয়া যাবে।
No comments:
Post a Comment