জেভিসি নতুন একটি হাই এন্ড কার্ডভিত্তিক হাই ডেফিনিশন ক্যামেরা বাজারে ছেড়েছে। এতে ৩২ গিগাবাইট বিল্ট-ইন মেমোরী রাখা হয়েছে। ফুল এইচডি (১৯২০-১০৮০) ভিডিও ধারনে সক্ষম এই ক্যামেরা ৯ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠাতে পারবে। এতে ১/২.৩৩ ইঞ্চি সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে। আকারে বেশ বড় এই ক্যামেরায় সবচেয়ে যা চোখে পড়ার মত তা হচ্ছে ম্যানুয়েল কন্ট্রোল ডায়াল এবং জুম রকার।
এতে ১০এক্স কনিকা-মিনোল্টা এইচডি লেন্স ব্যবহার করা হয়েছে। সাউন্ড রেকর্ডিং এর জন্য নতুন কে২
প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আগের এক্স-৯০০ মডেলের মত এতেও হাইষ্পিড শ্যুটিং এর ব্যবস্থা রয়েছে, অর্থাৎ ৬০০ ফেম/সে, ৩০০ ফ্রেম/সে এবং ১২০ ফ্রেম/সে ভিডিও করা যাবে। জেভিসির এভারিও সিরিজের ক্যামেরাগুলির মধ্যে এটি বেশ বড় এবং ভারী। ব্যাটারী সহ এর ওজন ৪৮৫ গ্রাম।
ক্যামেরাটি জাপানে বিক্রি হচ্ছে ১,১৫০ ডলারে। অন্যান্য দেশে কখন ছাড়া হবে সেবিষয়ে এখনো জানানো হয়নি।
No comments:
Post a Comment