August 2, 2009

মোবাইল ফোনের বিক্রী বাড়ছে, কোরিয়া ১ নম্বরে

বিশ্ব মন্দা কাটিয়ে উঠার সম্ভাবনায় মোবাইল হ্যান্ডসেট বিক্রি আবারো বৃদ্ধির পথে। এবছর প্রথম ৩ মাসের তুলনায় পরবর্তী ৩ মানে বিক্রি বেড়েছে শতকরা ৪.৭ ভাগ, সংখ্যার হিসেবে ২৬ কোটি ৫০ লক্ষ। মুলত মধ্যপ্রাচ্য এবং দক্ষিন আমেরিকায় এই প্রবৃদ্ধি ঘটেছে। তারপরও আগের বছরের তুলনায় পিছিয়ে রয়েছে শতকরা ১৫.১ ভাগ। গবেষনা প্রতিষ্ঠার আই-সাপ্লাই এই তথ্য দিয়েছে।

আই-সাপ্লাই এর গবেষক টিনা টং বলেন, বিক্রির সবচেয়ে খারাপ যে অবস্থা তা পেরিয়ে গেছে। এখন দেখা যাচ্ছে বিক্রির অর্ডার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এরপরও ধারনা করা হচ্ছে গত বছরের তুলনায় এবছর বিক্রি হবে ৯.৯ ভাগ কম, মোট ১১০ কোটি।

বিক্রির তালিকায় ১ নম্বরে রয়েছে নোকিয়া। তবে বড় ধরনের প্রতিযোগিতার মুখে হয়েছে স্যামসাং, এলজি, রিসার্চ ইন মোশন, এপল এদের কাছ থেকে। স্যামসাং এর বিক্রি বৃদ্ধি পেয়েছে ১৪.৪ ভাগ। তৃতীয় অবস্থানে থাকা এলজি-র টাচস্ক্রিনের বদৌলতে তাদের বিক্রি বেড়েছে ৭.৬ ভাগ। সব মিলিয়ে দেশ হিসেবে দক্ষিন কোরিয়া বিক্রিতে অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে।

চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা মটোরোলা এবং সনি এরিকসন ভাল করেনি। দুজনেরই বিক্রি আগের তুলনায় কমে গেছে।

No comments:

Post a Comment