August 2, 2009

ইন্টারনেট এক্সপ্লোরার সহ উইন্ডোজ ৭ Microsoft ties IE to Windows 7

উইন্ডোজ ৭ এর ইউরোপীয় ভার্শনে ইন্টারনেট এক্সপ্লোরার বাদ দেয়ার যে পরিকল্পনার কথা জানিয়েছিল মাইক্রোসফট তারা সেটা পরিবর্তন করেছে। নতুন পরিকল্পনায় উইন্ডোজের সাথে ইন্টারনেট এক্সপ্লোরার রাখা হবে তবে ব্যবহারকারী ইচ্ছে করলে সেটি আন-ইনষ্টল করতে পারবেন এবং অন্য ব্রাউজার ইনষ্টল করতে পারবেন। গত জানুয়ারীতে ইউরোপিয়ান কমিশন জানিয়েছিল মাইক্রোসফট তাদের অপারেটিং সিষ্টেমের সাথে ব্রাউজার দিয়ে সুসম প্রতিযোগিতায় বাধা সৃষ্টি করছে। জুনের ১১ তারিখে মাইক্রোসফট জানিয়েছিল তারা ইউরোপের জন্য ব্রাউজারবিহীন উইন্ডোজ বিক্রি করবে।

ইউরোপীয় কমিশনের সাথে মাইক্রোসফটের এধরনের বিরোধ নতুন কিছু নয়। ২০০৪ সালে মাইক্রোসফটকে ৭৯৪ মিলিয়ন ডলার জরিমানা করা হয় উইন্ডোজের সাথে মিডিয়া প্লেয়ার সরবরাহ করার জন্য। তাদেরকে বাধ্য করা হয় মিডিয়া প্লেয়ারবিহীন আরেকটি ভার্শন বাজারে ছাড়তে। বিষয়টি খুব কাজে আসেনি কারন মিডিয়া প্লেয়ার সহ এবং মিডিয়া প্লেয়ার ছাড়া দুই ভার্শনের দাম সমান রাখা হয়েছিল। ফলে মিডিয়া প্লেয়ার বিহীন উইন্ডোজ বিক্রি হয়েছে খুব কম।

No comments:

Post a Comment