নাইকন তাদের মিড-লেভেল প্রফেশনাল এসএলআর ডি-৩০০ কে আপডেট করে ডি৩০০এস নামে ছাড়ার ঘোষনা দিয়েছে। এতে সবচেয়ে বড় যে পরিবর্তন চোখে পড়তে হচ্ছে মুভি মোড যোগ করা। এর আগে ডি৯০ এবং ডি৫০০০ মডেলে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং যোগ করা হয়েছিল। সেটা করা হচ্ছে এতেও। আরেকটি বড় পরিবর্তন হচ্ছে কম্প্যাক্ট ফ্লাশ কার্ডের পাশাপাশি এসডি কার্ড সাপোর্ট। এখানে আই-ফাই কার্ড ব্যবহার করা যাবে, এরফলে সরাসরি ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। অন্যদিকে টাইপ-২ কার্ড (মাইক্রোড্রাইভ) আর ব্যবহার করা যাবে না।
নাইকনের আগের মডেলগুলিতে ভিডিও রেকর্ডিংএর সময় অটোফোকাস ব্যবহার করা যায় না, এতে কন্ট্রাষ্ট ডিটেকশন অটোফোকাস কাজ করবে ভিডিও করার সময়ও। ভিডিও যোগ করার কারনে এতে লাইভ ভিউ যোগ করা হয়েছে। এছাড়া রেকর্ডিংএর সময় এক্সটারনাল মাইক্রোফোন ব্যবহারের জন্য একটি ষ্ট্যান্ডার্ড ৩.৫ মিমি জ্যাক যুক্ত করা হয়েছে। বার্ষ্ট মোডে শ্যুটিংএর সময় ফ্রেম রেট আগের ৬ এর তুলনায় বাড়িয়ে ৭ করা হয়েছে। এই হিসেব অবশ্য নিজস্ব ব্যাটারী ব্যবহারের জন্য। দুটি ক্যামেরাই পৃথক ব্যাটারী গ্রিপ ব্যবহারের সময় ৮ ফ্রেম/সে রেকর্ড করতে সক্ষম।
এর আরো দুটি পরিবর্তন হচ্ছে একটিভ ডি-লাইটিং এর সময় অটো এবং এক্সট্রা হাই সেটিং। এগুলিতে এখন ব্রাকেটিং ব্যবহার যাবে।
No comments:
Post a Comment