July 6, 2009

সনি ওয়াকম্যানের ৩০ বছর Sony Walkman turns 30

৩০ বছর আগে ওয়াকম্যান নামে ছোট বহনযোগ্য ক্যাসেট প্লেয়ার বাজারে আনে সনি। তখন থেকেই সেটা সারা বিশ্বে জনপ্রিয় গানের সাথে চলেছে। আজ বিশ্বাস করা কঠিন যে বর্তমানের এমপিথ্রি প্লেয়ারের ধারনা এসেছে সেখান থেকেই। ছোট আকারের ক্যাসেট রেকর্ডারের প্রয়োজন ছিল যারা কথাবার্তা রেকর্ড করেন তাদের জন্য। যেমন যারা সাক্ষাৎকার নেন। সনি দেখিয়েছিল একে সাধারন মানুষের প্রয়োজনে কাজে লাগানো সম্ভব। সাধারন ক্যাসেট ব্যবহারউপযোগি করার সাথেসাথে এরসাথে এএম এবং এফএম রেডিও যোগ করা হয়েছিল। সেইসাথে দুটি হেডফোন লাগানোর ব্যবস্থা, ক্যাসেট সামনে-পেছনে নেয়া, রেকর্ড করার সুবিধে ইত্যাদি সবকিছুই ছিল সেখানে।

১৯৭৯ সালে সনি প্রথম যে ওয়াকম্যান তৈরী করে তার নাম ছিল TPS-L2. ছবিতে সেটা দেখা যাচ্ছে। তখন এর দাম ছিল ২০০ ডলার। ওয়াল ষ্ট্রিট জার্নাল একে অভিহিত করেছিল সবচেয়ে আকর্ষনীয় ষ্ট্যাটাস সিম্বল হিসেবে।

তৈরীর প্রথম দুমাসে সনি বিক্রি করেছে ৩০,০০০ ওয়াকম্যান। এবং পরবর্তী দশ বছরে বিক্রি করেছে ৫ কোটি।

No comments:

Post a Comment