July 5, 2009

সনি এরিকশনের এন্ড্রয়েড ফোন Sony Ericsson 8 MP Android Phone

বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছে সনি-এরিকশন এন্ড্রয়েড ফোন নিয়ে কাজ করছে। তারা নিজেরা এবিষয়ে একেবারে মুখবন্ধ করে রেখেছে। ডেনমার্কে একটি ওয়েবসাইটে তাদের তৈরী একটি ফোনের ছবিসহ খবর ছাপা হয়েছে বাজারে আসবে বলে। এবছরই শেষদিকে র‌্যাচেল নামের এই ফোন ছাড়া হবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।

ফোনটি হবে সনি-এরিকশনের এক্সপেরিয়া মডেলের মত। এক্সপেরিয়া বর্তমানে উইন্ডোজ মোবাইল সফটওয়্যার ব্যবহার করে এবং সবচেয়ে জনপ্রিয় সেটগুলির একটি। বলা হচ্ছে নতুন ফোনে ক্যালকম স্ন্যাপড্রাগন প্লাটফর্ম ব্যবহার করা হবে। ফলে এক স্পিড হবে ১ গিগাহার্টজ, ডাটা ট্রান্সফার রেট ৭.২ মেগাবিট/সে। ছবিতে আরো দেখা যায় এতে ৮.১ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে অটোফোকাস এবং ফ্লাশ রয়েছে। এছাড়া ৩.৫ মিমি অডিও জ্যাক এবং মিনি ইউএসবি পোর্টও দেখা যায়। এছাড়া বিস্তারিত কিছু জানানো হয়নি।

যেটুকু জানা গেছে তাতে ফোনটি অত্যন্ত আকর্ষনীয়। ৮.১ মেগাপিক্সেল যে কোন এন্ড্রয়েড ফোনের চেয়ে বেশি, এমনকি আইফোন থ্রিজিএস যেখানে মাত্র ৩ মেগাপিক্সেল। একমাত্র এইচটিসি এবং স্যামসাং এর এন্ড্রয়েড ভিত্তিক ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

No comments:

Post a Comment