সনি দুটি নতুন ধরনের ফ্লাশ মেমোরী ভিত্তিক ক্যামকোর্ডার এর ঘোষনা দিয়েছে। এতে ফুল হাই ডেফিনিশন ভিডিওই শুধু না, সাথে ১২ মেগাপিক্সেল ষ্টিল ছবিও উঠানো যাবে। ইন্টারনাল ফ্লাশ মেমোরী ৬৪ গিগাবাইট এবং ৩২ গিগাবাইট, যেখানে এলপি মোডে ২৫ ঘন্টার হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। সনির পক্ষ থেকে বলা হয়েছে এই ক্যামেরার সাহায্যে বিশাল ধারনক্ষমতা ছোট আকারের ক্যামেরায় আনা সম্ভব হয়েছে।
এতে BIONZ প্রসেসর ব্যবহার করে ফেস টাচের সুবিধে দেয়া হয়েছে। এর সাহায্যে স্ক্রিনে যার ছবি স্পর্শ করবেন তাকে প্রায়োরিটি দিয়ে ছবি/ভিডিও উঠবে। এই প্রায়োরিটির মধ্যে রয়েছে ফোকাস, স্কিন কালার, ব্রাইটনেস ইত্যাদি। এছাড়া ফেস ডিটেকশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে এতে। অপটিক্যাল ষ্টেডিশট নামে ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে এটি থ্রি-ওয়ে শেক ক্যানসেলিং এর মাধ্যমে স্থির ছবি উঠাতে সাহায্য করবে। অর্থাৎ হাতে ধরে রাখার সময় হাত কাপলেও তার প্রভাব ভিডিওতে পড়বে না।
এছাড়াও এতে জিপিএস যোগ করা হয়েছে এবং ছবি/ভিডিওতে জিও ট্যাগিং এর ব্যবস্থা রাখা হয়েছে। আরেকটি বড় পরিবর্তন আনা হয়েছে ভিডিও কোডেকের ক্ষেত্রে। এভিসি এর বদলে এমপেগ ব্যবহার করা হয়েছে, যার ফলে কম্পিউটার ছাড়াই সরাসরি ক্যামেরা থেকে ডিভিডিতে রেকর্ড করা যাবে DVDirect Express রাইটার ব্যবহার করে। ক্যামেরাকে এই রেকর্ডারের সাথে ইউএসবি পোর্টে সংযোগ দিলে নিজে থেকেই ভিডিও রেকর্ড হবে।
ক্যামেরা বিল্ট-ইন জুম মাইক্রোফোন রয়েছে যা ডলবি ডিজিটাল ৫.১ সারাউন্ড সাউন্ড রেকর্ড করতে সক্ষম। ক্যামেরাতেই সাধারন এডিটিং এর সুবিধে দেয়া হয়েছে যেখানে ভিডিও ক্লি/ছবি সাজানো, ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করা, ট্রানজিশন ব্যবহার করা ইত্যাদি সম্ভব। এরপর সরাসরি ক্যামেরা থেকেই রেকর্ড করা বা পছন্দের যে কোন ওয়েবসাইটে পাঠানোর ব্যবস্থা রয়েছে।
No comments:
Post a Comment