July 14, 2009

সনির দ্রুতগতির মেমোরী কার্ড 32 GB Sony Memory Stick

অন্যদের সাথে পাল্লা দিয়ে সনিও তাদের মেমোরী কার্ড মেমোরী ষ্টিক এর ধারনক্ষমতা বাড়িয়েছে। এখন ৩২ গিগাবাইট কার্ড পাওয়া যাবে। এর ডাটা ট্রান্সফার রেট ২০ মেবা/সে। এমনিতেই সনির মেমোরী ষ্টিক দ্রুতগতির জন্য পরিচিত। বর্তমানের এই নতুন কার্ডের ফলে ডিজিটাল ক্যামেরা কিংবা ভিডিও ক্যামেরার ব্যবহারকারীরা আগের চেয়ে অনেক কম সময়ে কাজ সেরে নিতে পারবেন। বিশেষ করে যারা সনির তৈরী এসএলআর ক্যামেরা এবং ক্যামকোর্ডার ব্যবহার করেন তাদের জন্য এটা সুখবর।

সনির কার্ডের নাম Memory Stick PRO-HG Duo HX. ভিডিও ক্যামেরা ব্যবহার করে এতে ২২৫ মিনিটের ফুল হাইডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। এর সাথে যে ইউএসবি কার্ডরীডার দেয়া হয় সেটা ব্যবহার করে ২০মেবা/সে রীড করা যাবে এব১ ১৫ মেবা/সে রাইট করা যাবে। ৩২ গিগাবাইট ছাড়াও এই কার্ড ৪, ৮ এবং ১৬ গিগাবাইট ভার্শনে পাওয়া যাবে।

No comments:

Post a Comment