ফিলিপাইনের বিদ্যুত সরবরাহ প্রতিষ্ঠান ম্যানিলা ইলেকট্রিক কো. যা মেরালকো নামে পরিচিত, জানাচ্ছে তারা বৈদ্যুতিক তারের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেয়া পরিকল্পনা করছে। এরফলে ইন্টারনেটের ব্যবহার সহজতর হবে। বর্তমানে ৯ কোটি মানুষের মধ্যে ২ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়। মেরালকো বিস্তারিত ব্যাখ্যা না করে জানিয়েছে তারা এই পদ্ধতি নিয়ে পরীক্ষা করতে চায়। মেরালকো ম্যানিলা এবং আশেপাশের প্রায় আড়াই কোটি মানুষের বিদ্যুত সরবরাহ করে।
ফিলিপাইনে ইন্টারনেটের ব্যবহার নিয়ে এবছরই প্রথমবারের মত জড়িপ চালিয়েছে ইয়াহু এবং পোলষ্টার নিয়েলসন। জড়িপে দেখা গেছে দেশে শতকরা ২২ ভাগ মানুষ ইন্টারনেটে ব্যবহারের সুযোগ পায়। এদের অধিকাংশের বয়স ২৯ থেকে কম। অনলাইন গেম এবং সোস্যাল নেটওয়ার্কিং সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ৩ ভাগ ব্যবহারকারী অনলাইনে ব্যবসা সংক্রান্ত কাজ করে।
No comments:
Post a Comment