আপনি কম্পিউটারে গান শুনতে পছন্দ করুন আর সিনেমাই দেখুন, অথবা গেম খেলুন, ভাল স্পিকারের অভাবে তাতে অপুর্নতা থেকে যায়। অবশ্যই আপনি লক্ষ টাকা ব্যয়ে স্পিকার কিনতে পারেন। যাদের ততটা সামর্থ্য নেই অথচ ভাল স্পিকার প্রয়োজন তারা সমস্যায় সমস্যায় পড়েন স্পিকার বাছাইয়ে। এই সমস্যার সমাধানরেন করতে পারে ক্রিয়েটিভ গিগাওয়ার্কস টি-৩। একে একেবারে কম দামের বললে অন্যায় হবে। এর দাম ১৫ হাজার টাকার ওপর। তারপরও, এই মানের অন্য স্পিকারের তুলনায় সস্তাই-
টি-৩ তে দুটি স্যাটেলাইট এবং একটি সাবউফার রয়েছে। কাজেই খুব বেশি যায়গা দখল করবে না। বেস এডজাষ্ট করে নিলে যে ফল পাওয়া যাবে তা অভুতপুর্ব। ড্রামের বিটের শব্দই হোক আর সিনেমায় বিষ্ফোরনের শব্দই হোক, মনে হবে আপনার আশেপাশেই ঘটছে ঘটনা।
এর স্যাটেলাইটের মাপ ৫.৯ – ৩.০ – ৩.৭ ইঞ্চি। উচ্চতার প্রায় অর্ধেকটা জুড়ে এরসাথে লাগানো ষ্ট্যান্ড। তারের সাথে লাগানো রিমোটে রয়েছে ভলিউম কন্ট্রোল। এছাড়া হেডফোন এবং অক্সিলারী ইনপুটের যায়গাও রয়েছে। সাবউফারের মাপ ৮.৪ – ৯.৩ – ১১.৩ ইঞ্চি। এর ওজন ৬ কেজির ওপর।
গান শোনার সময় একেজনের পছন্দ একেকরকম ফ্রিকোয়েন্সি। র্যাপ, রক হোক আর ক্লাসিকাল মিউজিকই হোক, সবধরনের প্রয়োজন মেটাতে পারবে এই স্পিকার।
No comments:
Post a Comment