July 14, 2009

মাইক্রোসফট অফিস ২০১০ দুধরনের Office 2010 Web Apps

মাইক্রোসফট তাদের অফিস প্রোগ্রামের মাধ্যমে নতুন দিকের সুচনা করছে। অফিস ২০১০ নামের এই প্যাকেজটি দুভাবে ছাড়া হবে, সাধারন পিসি ভার্শন এবং সম্পুর্ন ওয়েব ভার্শন। ওয়েব ভার্শনের নাম অফিস ওয়েব এপস (Office Web Apps)। কাজেও এদের মধ্যে বেশ পার্থক্য থাকবে। ওয়েব ভার্শনে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ওয়েবনোট নামে প্রোগ্রামগুলি থাকবে। এগুলির কাজেও পিসি ভার্শন থেকে সীমাবদ্ধতা থাকবে।

প্রশ্ন উঠতে পারে ওয়েব ভার্শন ব্যবহারের সময় সুবিধে কি, সমস্যা কি এসব নিয়ে। যে ক্লাউড কম্পিউটিং নিয়ে বহুদিন ধরে কথা চলছে এটা তারই বাস্তব রূপ। সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনষ্টল না করেই সেটা ব্যবহার করার পদ্ধতি। এতে ইন্টারনেট ব্যবহার করে সফটওয়্যারে কাজ করতে হবে। ফাইল সেভ করার জন্য ইচ্ছে করলে অনলাইন ষ্টোরেজ ব্যবহার করা যাবে, তবে সেজন্য free Windows Live SkyDrive account-এ রেজিষ্টার করতে হবে। নাম থেকে যেমন বোঝা যায় এজন্য টাকা দিতে হবে না তেমনি সফটওয়্যার ব্যবহারের জন্যও টাকা দিতে হবে না।

পিসি ভার্শনের দিকে একবার দৃষ্টি দেয়া যাক। অফিস ২০০৭ ভার্শনে রিবন মেনুবার বাদ দেয়া হয়েছিল। সেটি আবার যোগ করা হয়েছে। পেষ্ট প্রিভিউ নামে একটি অপশন যোগ করা হয়েছে। ওয়ার্ডের ভেতর থেকেই যে কোন স্ক্রিণশট যোগ করা যাবে। এছাড়া ওয়ার্ডের ইমেজ এডিটিং টুল অনেক উন্নত করা হয়েছে ফলে ওয়ার্ডের ভেতর থেকেই প্রয়োজনীয় কাজ সেরে নেয়া যাবে।

এক্সেলে স্পার্কলাইন নামে অপশন যোগ করা হয়েছে যার মাধ্যমে একটি সেলের মধ্যেই ছোট আকারের গ্রাফ দেখা যাবে।

সবচেয়ে বড় পরিবর্তণ আনা হয়েছে সম্ভবত পাওয়ারপয়েন্টে। সম্পুর্ন প্রেজেন্টেশনকে উইন্ডোজ মিডিয়া ফরম্যাটের ভিডিও হিসেবে এক্সপোর্ট করা যাবে। এছাড়া ট্রানজিশনের বেশকিছু পরিবর্তন আনা হয়েছে।

No comments:

Post a Comment