July 15, 2009

এসএমএস করে দশ লক্ষ ডলার Mobile World Cup 2009

মোবাইল ফোন থেকে এসএমএস করে আপনি পেতে পারেন ১০ লক্ষ ডলার। শুনে মনে হচ্ছে কি এটা লোক ঠকানো বিজ্ঞাপন ?

মোটেই না। আপনি কত দ্রুত এসএমএস করতে পারেন তারই পরীক্ষা নিতে নেমেছে দক্ষিন কোরীয় কোম্পানী এলজি। তাদের প্রতিযোগিতার নাম মোবাইল ওয়ার্ল্ডকাপ ২০০৯. গতবছর এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৭ লক্ষ প্রতিযোগী, এবারে প্রতিযোগীর সংখ্যা হবে ৬০ লক্ষ।

প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু হবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়, ১৫ আগষ্ট। প্রতিযোগিতার পর সেখানে বিজয়ীকে পুরস্কার দেয়া হবে ৯,৯০০ ডলার, সেইসাথে মুলপর্বে অংশ নেয়ার টিকিট।

একই ধরনের প্রতিযোগিতা হবে আরো ১৩টি দেশে। দেশগুলি হচ্ছে ভিয়েতনাম, মালয়েশিয়া, দক্ষিন কোরিয়া, মেক্সিকো, স্পেন, পর্তুগাল, কলম্বিয়া, ব্রাজিল, পেরু, রাশিয়া, চিন, দক্ষিন আফ্রিকা এবং আর্জেন্টিনা। প্রতিটি দেশ থেকে বিজয়ীদের আমেরিকা এবং কানাডা থেকে নির্বাচিত প্রতিযোগিদের সাথে প্রতিদ্বন্দিতায় নামতে হবে। কয়েক রাউন্ডের প্রতিযোগিতায় নির্ধারন করা হবে কে সবচেয়ে দ্রুত মোবাইলে টেক্সট মেসেজ পাঠাতে পারে। তার হাতে তুলে দেয়া হবে ১০ লক্ষ ডলার।


ছবিতে যাকে দেখা যাচ্ছে তার নাম কেট মুর, বয়স ১৫, বাড়ি আইওয়া। নিউইয়র্কে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম হয়ে সে পেয়েছে ৫০,০০০ ডলার। মাত্র ৮ মাস আগে সে প্রথম মোবাইল ফোন হাতে পায়। মাসে ১৪,০০০ টেক্সট মেসেজ পাঠানো তার অভ্যেস।

No comments:

Post a Comment