লস এঞ্জেলেসের একজন ব্লগারকে আদালত পাইরেসির শাস্তি হিসেবে দুমাস বাড়িতে থাকার রায় দিয়েছে। তার অপরাধ তিনি গানস এন রোজেস-এর একটি এলবাম বাজারে আসার আগেই তা ইন্টারনেটে বিতরন করেছেন। সেপ্টেম্বর রেইন খ্যাত অত্যন্ত জনপ্রিয় এই ব্যান্ডের ‘চাইনিজ ডেমোক্রেসি’ নামের এই এলবাম বের হয়েছে ১৭ বছর বিরতির পর।
কেভিন কগিল নামের এই ব্লগার গত ডিসেম্বরে নিজের অপরাধ স্বিকার করেন এবং যে সুত্র থেকে সেগুলি তার হাতে এসেছে তাদের পরিচয় জানানোর প্রতিশ্রুতি দেন। তাকে ১ বছরের জেল, ১ লক্ষ ডলার জরিমানা এবং ৫ বছর নজরদারীর মধ্যে রাখার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু বিচারক বলেছেন এতে তার নিজের স্বার্থ ছিল না, অল্প সময়ের জন্য সেগুলি ইন্টারনেটে রাখা হয়েছিল এবং সে তদন্তের কাজে সবরকম সাহায্য করেছে।
দুমাস গৃহবন্দী থাকা ছাড়াও কেভিনকে ১ বছর নজরদারীর মধ্যে কাটাতে হবে এবং পাইরেসি বিরোধী বিজ্ঞাপনে অংশ নিতে হবে।
No comments:
Post a Comment