July 15, 2009

স্যামসাং এর দুটি নতুন ক্যামেরা 2 New SL Series camera from Samsung

স্যামসাং এসএল সিরিজের দুটি নতুন ক্যামেরা বাজারে ছেড়েছে। SL720, এবং SL502 দুটি ক্যামেরাতেই ১২.২ মেগাপিক্সেল সেন্সর এবং ৫এক্স জুম ব্যবহার করা হয়েছে। এদের মধ্যে এসএল৭২০ মডেলে অপটিক্যাল এবং ডিজিটাল দুধরনের ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ৫০২ মডেলে শুধুমাত্র ডিজিটাল ষ্ট্যাবিলাইজেশন রাখা হয়েছে। এই মডেলে খরচ আরেকটু কমবে কারন এর এলসিডি ২.৭ ইঞ্চি যেখানে ৭২০ মডেলের এলসিডি ৩ ইঞ্চি।

দুটি মডেলই নতুন একটি ধারা সুচনা করেছে কারন এগুলি শুধু যে ফেস ডিটেকশন করে তা-ই না, ফেস রিকগনিশন করতে পারে। দুটি মডেলই ২০ জনকে পর্যন্ত চিনে রাখতে পারে। পরবর্তীতে ছবি উঠানোর সময় সেই চেহারাকে প্রাধান্য দিয়ে ছবি উঠায়। এমনকি প্লেব্যাকের সময়ও এদেরকে প্রাধান্য দিয়ে দেখাতে পারে।

আগামী মাস থেকেই ক্যামেরাগুলি দোকানে পাওয়া যাবে। দাম ১৫০ ডলার এবং ২২০ ডলার।

No comments:

Post a Comment