July 15, 2009

স্যামসাং-এর ৫২এক্স জুম ক্যামেরা Samsung announces 52X Zoom Camcorder

স্যামসাং কে-সিরিজের দুটি ভিডিও ক্যামেরার ঘোষনা দিয়েছে। ষ্ট্যান্ডার্ড ডেফিনিশন ক্যামেরার দামে হাই ডেফিনিশন এর কাছাকাছি মানের ভিডিও রেকর্ড করার যাবে এতে। হাই ডেফিনিশন এর কাছাকাছি, বিষয়টি একটু ব্যাখ্যা করা প্রয়োজন। এর রেজ্যুলুশন ৭২০-৪৮০, সেইসাথে সরাসরি হাই-ডেফিনিশন টিভিতে সংযোগ করার সুবিধে। K-40, এবং K-45 এই দুটি মডেল স্যামসাংএর সবচেয়ে শক্তিশালি জুম ক্যামেরা। ৫২-এক্স অপটিক্যাল, ৬৫ এক্স ইন্টেলি-জুম। এতে ব্যবহার করা হয়েছে বিখ্যাত Schneider-KREUZNACH লেন্স।

কে-৪৫ মডেলে ৩২ গিগাবাইট সলিড ষ্টেট ড্রাইভ (এসএসডি) রয়েছে যেখানে ২০ ঘন্টা ৪০ মিনিট ভিডিও রেকর্ড করা যাবে। উল্লেখ করা যেতে পারে এসএসডি-র সুবিধার মধ্যে রয়েছে হার্ডডিস্কের তুলনায় অল্প শক্তি ব্যবহার, দ্রুতগতি, অধিক নিরাপদ এবং ব্যবহারের সময় গরম হয় না। কে-৪০ মডেলে নিজস্ব ষ্টোরেজ নেই। এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করতে হবে।

ক্যামেরাদুটি ইউএসবি থেকে চার্জ হতে পারে। সরাসরি ইউটিউব ভিডিও আপলোড করতে পারে।

আগষ্ট মাস থেকেই ক্যামেরাগুলি বাজারে পাওয়া যাবে। এদের দাম যথাক্রমে ৫০০ ডলার এবং ৩৩০ ডলার।

No comments:

Post a Comment