এপল জানিয়েছে তাদের ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড ১৫০ কোটি ছাড়িয়ে গেছে। সফটওয়্যার বিক্রির জন্য এই সাইট চালু করা হয় মাত্র ১ বছর আগে। এই তথ্য বলে দেয় মোবাইল ব্যবসায় এটা একক সবচেয়ে বড় সাফল্য। বিষয়টি এখানেই থেমে নেই, তথ্য থেকে জানা যায় ডাউনলোডের পরিমান আরো বৃদ্ধি পাচ্ছে। এই দেড়শ কোটির শেষ ৫০ কোটি যোগ হয়েছে গত ৩ মাসে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৬০ লক্ষ ডাউনলোড হয় তাদের ওয়েবসাইট থেকে।
এপলের এপস ষ্টোরে সফটওয়্যার রয়েছে ৬৫ হাজারের বেশি। এগুলি ব্যবহারের জন্য মানুষের হাতে আইফোন এবং আইপড টাচ রয়েছে বিশ্বের ৭৭টি দেশে ৪ কোটির বেশি। এই সংখ্যা দ্রুত বেড়েই চলেছে।
উল্লেখ করা যেতে পারে অল্পদিন হল অন্যান্য প্রধান মোবাইল প্রস্তুতকারকদের প্রায় সকলেই এধরনের অনলাইন এপ ষ্টোর চালু করেছে।
No comments:
Post a Comment