July 9, 2009

গুগল ক্রোম অপারেটিং সিষ্টেম Google Chrome OS

দীর্ঘদিন থেকেই গুগল সার্চ ইঞ্জিনের বাইরে অন্যকিছু করার চেষ্টা করে যাচ্ছে। তাদের মতে তথ্যকে সকলের কাছে পৌছে দেয়ার জন্য সেটা প্রয়োজন। এই পথ ধরেই আসছে গুগলের নিজস্ব অপারেটিং সিষ্টেম ক্রোম। হাল্কা ধরনের এই অপারেটিং সিষ্টেম হবে ইন্টারনেট উপযোগী।

গুগল কেন নতুন অপারেটিং সিষ্টেমেরে দিকে যাচ্ছে, বিশ্লেষন করছেন বিশেষজ্ঞরা। উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, এন্ড্রয়েড এরা যা দিতে পারে গুগল মনে করে তারচেয়েও বেশি কিছু করা প্রয়োজন। সেজনই তাদের নতুন অপারেটিং সিষ্টেম।

কম্পিউটারের ক্রমাগত পরিবর্তন ব্যবহারকারীকে কয়েকটি বিষয় শিখিয়েছে। তাদের হাতে দ্রুতগতির বলে যা তুলে দেয়া হয় তার খুব সামান্যই কাজে লাগানো সম্ভব হয়। যদি ডকুমেন্ট টাইপ করা, ওয়েব পেজ দেখা, ইমেইল পাঠানো, ফেসবুকের মত স্যোসাল ওয়েবসাইট ব্যবহার করা, কিছু ছবি রিটাচ করা এগুলিই কাজ হয় সেজন্য কয়েক গিগাহার্টজের প্রসেসর, কয়েক গিগাবাইট মেমোরী এসবের প্রয়োজন নেই। এগুলি অকারনে রেখে দেয়া হয়। আরেকটি কারন এইগুলি রেখে দেয়ার জন্যই অকারনে শক্তির অপচয় করা হয়। এই বোধোদয়ের ফলে এসেছে নেটবুক। কম শক্তি খরচ করে যা থেকে সব কাজই করা যায়। গুগলের অপারেটিং সিষ্টেমের লক্ষ্যও সেদিকেই। তারা এমন অপারেটিং সিষ্টেম তৈরী করতে যাচ্ছে যা দ্রুত কাজ করবে এবং পোর্টেবল কম্পিউটারের যাবতীয় প্রয়োজন মেটাবে।

বিষয়টি একেবারে নতুন নয়। পাম তাদের মোবাইল ডিভাইসের জন্য ওয়েব ওএস নামের সফটওয়্যার ব্যবহার করে। গুগলের এন্ড্রয়েডকেও একসময় এপথে যাওয়ার সম্ভাবনা হিসেবে দেখা হয়েছিল। এখন জানা যাচ্ছে এন্ড্রয়েড সম্পর্কে গুগলের পরিকল্পনা অন্যরকম।

নতুন অপারেটিং সিষ্টেম এবছর শেষদিকে অথবা আগামী বছরের শুরুতে আসতে পারে বলে ধারনা করা হচ্ছে। এটি লিনাক্স ভিত্তিক হবে বলেও জানা গেছে। এই অপারেটিং সিষ্টেমের উপযোগী ডিভাইস আগামী বছরের মাঝামাঝি বাজারে আসবে বলে বলা হচ্ছে।

No comments:

Post a Comment