নোকিয়া তাদের এন-৯৩ এর মাধ্যমে অপটিক্যাল জুম ক্যামেরা সহ মোবাইল ফোন বাজারে ছেড়েছিল। বিষয়টি বেশিদুর যায়নি কারন অপটিক্যাল জুমের জন্য যথেষ্ট যায়গা প্রয়োজন হয় এবং ফোনের আকার বেখাপ্পা ধরনের হয়ে ওঠে। যদিও এখনও সেটি একটি ভাল ক্যামেরা হিসেবে পরিচিত। এখন নোকিয়া এবং লেন্স নির্মাতা কার্ল জিস উভয়েই জানাচ্ছে তারা ১২ মেগাপিক্সেল ক্যামেরা সহ ফোন তৈরী করছে যেখানে অপটিক্যাল জুম থাকবে।
নতুন ক্যামেরার সেন্সর বর্তমানের নোকিয়ার সবচেয়ে ভাল ক্যামেরাফোন এন-৮৬ এর ৫০ ভাগ বড় হবে বলে ধারনা করা হচ্ছে। এবছর শেষদিকে অথবা আগামী বছর শুরুতে এই ফোন বাজারে আসতে পারে।
No comments:
Post a Comment