July 6, 2009

অনলাইনে টাকা আয় Paid-to-click, PTC

আপনি ইন্টারনেট ব্যবহার করে টাকা আয় করতে পারেন খুব সহজে। আপনার কাজ একেবারেই সামান্য, নির্দিষ্ট লিংকে ক্লিক করা। প্রতিবার ক্লিক করার জন্য আপনার একাউন্টে টাকা জমা হবে। যার অর্থ আপনি যত সময় ব্যয় করবেন, যতবার ক্লিক করবেন আপনার আয়ের পরিমান তত বেশি। এই পরিমান কয়েকশ ডলার থেকে কয়েক হাজার ডলার হতে পারে।

প্রথমে একটু জেনে নেয়া যাক আপনি কোন লিংকে ক্লিক করলে আপনাকে টাকা দেবে কেন ।

পিটিসি ওয়েবসাইটগুলি বিজ্ঞাপনদাতা এবং ক্রেতার মাঝখানে অবস্থান করে। এতে কিছু বিজ্ঞাপন থাকে। ফলে ভিজিটর সেই বিজ্ঞাপনগুলি দেখেন এবং সেই পন্য বা সেবা কিনতে আগ্রহী হন। বিজ্ঞাপনদাতা যে টাকা দেয় তার একটি অংশ যায় যারা প্রচারে সাহায্য করে তাদেরকে। আপনি যখন কোন ওয়েবসাইটের লিংকে ক্লিক করেন তখন বটনেটের হিসেবে সেখানে ভিজিটর (ট্রাফিক) বেড়ে যায়। ফলে সেই ওয়েবসাইটের র‌্যাংকিং ওপরের দিকে ওঠে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সার্চইঞ্জিনে কিছু সার্চ করলে কয়েকটি কোম্পানীর নাম একেবারে শুরুতে দেখা যায়। এদের কোনটি সত্যিকার অর্থেই বেশি ভিজিটরের কারনে, কোনটি অর্থ ব্যয় করে অতিরিক্ত ভিজিটর দেখানোর কারনে। অর্থাৎ আপনি তাদের লিংকে ক্লিক করে তাদের প্রচারে সাহায্য করছেন।

পিটিসির ব্যবহার নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। অনেকে একে জালিয়াতি বলে উল্লেখ করেন। কেউ যেন সফটওয়্যার বা অন্য কোন পদ্ধতি ব্যবহার করে ভুয়া ক্লিক না দেখাতে পারে সে দায়িত্ব গুগল এবং ইয়াহুর ওপর ছেড়ে দেয়া হয়েছে। আপনি এভাবে আয় করতে চাইলে অবশ্যই সেপথে যাবেন না। সেক্ষেত্রে আপনার একাউন্ট বাতিল করে দেয়া হবে।

পিটিসির নিয়ম খুব সহজ। যে ওয়েবসাইট এই সেবা দেয় সেখানে সসেখানে রেজিষ্ট্রেশন করতে হবে। তারা বলে দেবে প্রতি ক্লিকে আপনি কত পাবেন, পেমেন্ট কিভাবে দেয়া হবে, ক্লিক করে কত সেকেন্ড অপেক্ষা করতে হবে, ইত্যাদি ইত্যাদি।

কোথায় রেজিষ্ট্রেশন করবেন ?

গুগলে Paid To Click লিখে সার্চ করুন।

2 comments:

  1. Yes! I think not a fare way to promote business. Site designer should have that capability to make a site so resourceful that people have to come their to fullfil their information need.

    ReplyDelete
  2. My understanding is, Lonely Ranger expects some direct web link. Just click there and get money. ho ho ho

    ReplyDelete