July 7, 2009

মাইক্রোসফটের সাবধানবানী Microsoft warns of serious computer security hole

মাইক্রোসফটের জন্য বিরল ঘটনা, নিজে থেকেই ব্যবহারকারীদের সাবধান করে বলেছে তাদের উইন্ডোজ এক্সপি এবং সার্ভার ২০০৩ ব্যবহারকারীরা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারের সময় নিরাপত্তাঝুকির মধ্যে থাকেন। এই সমস্যা জানা থাকলেও এখনো ঠিক করা হয়নি। এর মাধ্যমে হ্যাকাররা সেই কম্পিউটারের পুরো নিয়ন্ত্রন নিতে পারে। ব্যবহারকারীকে এজন্য কিছু করতে হবে না, শুধুমাত্র হ্যাক করা ওয়েবসাইট ভিজিট করাই যথেষ্ট। যার অর্থ হচ্ছে ব্যবহারকারী ইচ্ছে করলেই সাবধান হতে পারছেন না।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন অপরাধীরা গত ১ সপ্তাহ ধরে এই পথে আক্রমন চালাচ্ছে। হাজার হাজার কম্পিউটার এভাবে আক্রমন করে ক্ষতিকর সফটওয়্যার ছড়াচ্ছে। স্প্যাম ইমেইলের লিংকে ক্লিক করে ব্যবহারকারীরা এর শিকার হচ্ছেন।

ভিডিও প্লে করার একটি অংশ এই পথ তৈরী করে দেয়ার জন্য দায়ী। ইন্টারনেট এক্সপ্লোরার যখন এটি ব্যবহার করে তখন হ্যাকাররাও সেপথে ঢুকে যেতে পারে। মাইক্রোসফট জানিয়েছে এজন্য সেই কাজটি না করাই ভাল সমাধান। তাদের ওয়েবসাইট থেকে একটি প্যাচ ডাউনলোড করে এই কাজ করা যায়।

মাইক্রোসফট সাধারনত এধরনের ঘোষনা দেয় না। এবারে দেয়া হয়েছে কারন ধারনা করা হচ্ছে এর কারনে বড় ধরনের ক্ষতি হতে পারে।

No comments:

Post a Comment