May 6, 2009

উইন্ডোজ ৭ এক্সপি মোড Windows 7’s XP mode


উইন্ডোজ ৭ এ এক্সপি মোড থাকবে, তাতে এমন সফটওয়্যার চলবে যা ভিসতা বা উইন-৭ এ চলে না, এসব কথায় মানুষের মনে আগ্রহ সৃষ্টি হয়েছে এখন উইন-৭ এর আরসি এবং এক্সপি মোডের বেটা ভার্শন পাওয়া যাচ্ছে ইনষ্টল করে যা ফল পাও গেছে তা সন্তুষ্ট করেনি অনেককেই

প্রথমেই ইনষ্টল করার বিষয়টি দেখা যাক এক্সপি মোড ইনষ্টল করার জন্য হার্ডওয়্যার ভিজ্যুয়ালাইজেশ টেকনোলজি নামে বিশেষ সাপোর্টেড প্রসেসর এবং মাদারবোর্ড থাকতে হবে অনেক কোর টু ডুয়ো, কোর টু কোয়াড এই তালিকায় বাদ পড়বে। সহজ কথায়, যে কোন প্রসেসর ব্যবহার করা যাবে না। (ইন্টেল জানিয়েছে তারা অন্তত ৫টি প্রসেসরকে ভিটি-তে আপগ্রেড করবে।)

ইনষ্টল করার জন্য উইন-৭ প্রফেশনাল, এন্টারপ্রাইজ অথবা আলটিমেট ইনষ্টল করতে হবে আরসি ভার্শন ব্যবহার করা যাবে মাইক্রোসফটের আপডেট ওয়েব পেজ থেকে উইন্ডোজ ভার্চুয়াল পিসি (৫ মেগাবাইট) ডাউনলোড করে ইনষ্টল করতে হবে একই ওয়েব পেজ থেকে এক্সপি মোড (৪৪৫ মেবা) ডাউনলোড করতে হবে এরপর ইনষ্টল করে এক্সপি মোড পাওয়া যাবে

এক্সপি মোডে এক্সপি-র জন্য তৈরী সফটওয়্যার ব্যবহার করা যায় তবে কাজ করবে অত্যন্ত স্লথ গতিতে সাধারন ফাইল এক্সেস এর মত কাজগুলিও করবে অত্যন্ত ধীরগতিতে

এক্সপি মোডে ডসের গেম চালানোর কথা চিন্তা না করাই ভাল এতই ধীর গতিতে চলবে যা বিরক্তি এনে দেবে অন্যান্য ডস প্রোগ্রাম ফুলস্ক্রিনে ব্যবহার করা যাবে না সম্ভবত ডস ব্যবহারকারীদের একেবারে বাদ দিয়েছে মাইক্রোসফট অন্যান্য সাধারন কিছু ত্রুটি চোখে পরতে পারে ফাইল এক্সটেনশন দেখার ব্যবস্থা করার পরও অফিস ২০০৩ থেকে ফাইলের এক্সটেনশন খুজে পাওয়া যায়নি তবে অফিস ২০০৩ ব্যবহার করা যায় সাধারন ডেস্কটপ ওয়ালপেপার পরিবর্তনের মত কাজেও সমস্যা পাওয়া গেছে

এখনও এক্সপি মোড বেটা হয়ত এই সমস্যাগুলি ঠিক করা হবে তবে সমস্যা সমাধানের সেই কাজটি হবে বেশ বড় ধরনের

No comments:

Post a Comment