বাংলাদেশ সরকার তথ্যপ্রযুক্তি খাতে ৪ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ের এক প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় উপজেলা পর্যায়ে ইন্টারনেট সেবা সম্প্রসার, ওয়াইম্যাক্স, এনজিএন ও অপটিক্যাল ফাইবার স্থাপন, ল্যান্ডফোনের বিস্তৃতি ইত্যাদি বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে। এর ২ হাজার কোটি টাকা ব্যয় করা হবে রাষ্ট্রিয় মোবাইল সেবা টেলিটকের উন্নয়নের জন্য। এছাড়া ২০০ কোটি টাকা তথ্যপ্রযুক্তির উন্নতিতে, ৬০০ কোটি টাকা ওয়াইম্যাক্সে, ১ হাজার ৫০০ কোটি টাকা এনজিএন প্রযুক্তি স্থাপনে ব্যয় করা হবে। আগামী দুবছরের মধ্যে এটি কার্যকর হবে।
ল্যান্ডফোনের কলরেট কমানোর কথা এবং সারাদেশে (এনডব্লিউডি) একই রেটে কথা বলার সুযোগ সৃষ্টি করার কথা। আগামী দু-তিন মাসের মধ্যে এটা কার্যকর হবে। বর্তমানে স্থানিয় কলে পিক আওয়ারে প্রতিমিনিট ১৫ পয়সা এবং অফ পিক আওয়ারে ১০ পয়সায় কথা বলা যায়। এনডিব্লউডি কলের ক্ষেত্রে এই রেট যথাক্রমে ১ টাকা ও ৭০ পয়সা।
ইতিমধ্যে ওয়াইম্যাক্সের লাইসেন্স দেয়া হয়েছে এবং পরীক্ষামুলকভাবে চালু হয়েছে। আশা করা হচ্ছে অল্পদিনের মধ্যেই সাধারন মানুষ এই সেবা ব্যবহার করতে পারবে। এদিকে থ্রিজি এর প্রচারনার জন্য আজই সোভাযাত্রার করার কথা রয়েছে।
No comments:
Post a Comment