কম্পিউটারের নানারকম সমস্যার সাথে সকলেই কমবেশি পরিচিত। ব্যবহারকারী সচেতন হলে এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়। যে ১০টি কারনে আপনি সবচেয়ে বড় বিপদের সামনে পড়তে পারেন তা হচ্ছে;
পাওয়ার প্রোটকশন ব্যবহার না করা : আপনি হয়ত ইউপিএস/এভিআর ব্যবহার করেন না। বিপদের এরচেয়ে বড় কারন হতে পারে না। বিদ্যুতের ভোল্টে কমবেশি হওয়াই সমস্যাই একমাত্র কারন নয়, আকাশে বিদ্যুত চমকালে সেটাও আপনার পিসিতে চলে আসতে পারে, আর ফল হবে সমস্ত কিছু পুড়ে বাতিল হয়ে যাওয়া।
ফায়ারওয়াল ছাড়া ইন্টারনেট ব্যবহার করা : আপনি ইন্টারনেট ব্যবহার করেন অথচ এন্টিভাইরাস / ফায়ারওয়ার ব্যবহার করেন না, আপনার কম্পিউটার আক্রমনের শিকার হবেই। বিভিন্ন ধরনের ভাইরাস, স্প্যাম, স্পাইওয়্যার আপনার কম্পিউটারকে ব্যবহারের অনুপযোগি করে তুলবে।
সবকিছু ইনষ্টল এবং আনইনষ্টল করা : সামনে যে সফটওয়্যার পেলেন সেটাই ইনষ্টল করলেন, ভাবলেন আনইনষ্টল করে ফেলব। আপনি হয়ত লক্ষ্য করলেন না আনইনষ্টল করার পরও অনেক ফাইল থেকে যায়। বিশেষ করে পাইরেটেড সফটওয়্যারে/গেমে, যেখানে বিভিন্ন ধরনের কোড ইচ্ছে করে ঢুকিয়ে দেয়া হয়। যতটা সম্ভব শুধুমাত্র প্রয়েজিনিয় সফটওয়্যার ইনষ্টল করুন।
হাডডিস্ক ভর্তি করে রাখা/ডিফ্রাগমেন্ট না করা : আপনি হয়ত বহুকিছু হার্ডডিস্কে কপি করে জমিয়ে রেখেছেন এবং নিয়মিত ডিফ্রাগমেন্ট করেন না। যায়গা কম থাকা এবং ডিফ্রাগমেন্ট না করা দুটি কারনেই আপনার কম্পিউটারের গতি কমে যাবে।
সব এটাচমেন্ট ওপেন করা : আপনার মেইলবক্সে অনেক মেইল এসে জমা হয়েছে যার প্রেরককে আপনি চেনেন না। সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হচ্ছে সেগুলি না খোলা। এভাবে ভাইরাস ছড়ানো থেকে শুরু করে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন পাঠানো হয়। একবার এগুলি ব্যবহার করলে মেইল বক্সে হাজার হাজার মেইল আসতে শুরু করবে।
সব যায়গায় ক্লিক করা : ইমেইল এটাচমেন্ট একমাত্র যায়গা না, ইমেইলে কিংবা বিভিন্ন ওয়েব সাইটে যে লিংকগুলি রয়েছে সেখানে নিশ্চিত না হয়ে ক্লিক না করা ভালো। নিজেকে একবার জিজ্ঞেস করে নিন, সেটা কি আপনার প্রয়োজন। পাইরেসি, পর্নগ্রাফি ইত্যাদি সাইটে যাওয়ার অর্থ কম্পিউটারের জন্য বিপদ ডেকে আনা।
সবকিছু শেযার করা : অন্যের সাথে জিনিষপত্র শেয়ার করা খুব ভাল, তবে ইন্টারনেটে শেয়ার করার আগে ভাল করে ভেবে নিন। যাকে বিশ্বাস করতে পারেন তারসাথে অবর্শই ফাইল/ফোল্ডার শেয়ার করতে পারেন কিন্তু মাঝখানে আরেকজন সেই সুযোগ কাজে লাগাতে পারে।
পাশওয়ার্ডে সতর্ক না হওয়া : কম্পিউটার ব্যবহারকারীদের সবচেয়ে বড় একটি ভুল পাশওয়ার্ডের বিষয়ে শতর্ক না হওয়া। কখনো নিজের বা পরিচিত কারো নাম, যায়গার নাম ইত্যাদি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না। কোন শব্দের সাথে সংখ্যা ব্যবহার করে পাশওয়ার্ড ব্যবহার করুন। কখনো সেটা ভুলে যাবেন না।
ব্যাকআপ রাখাকে গুরুত্ব না দেয়া : শতরকম সাবধানতা সত্ত্বেও আপনার হার্ডডিস্ক ক্রাশ করতে পারে, অন্য কোন কারনে সমস্যা হতে পারে। গুরুত্বপুর্ন ফাইলগুলো নিয়মিত ব্যাকআপ নেয়ার অভ্যেস করুন। এখন সামান্য পরিশ্রম ভবিষ্যতের অনেক সময় বাচিয়ে দেবে।
No comments:
Post a Comment