গুগল আর্থের কাছে মাইক্রোসফট ভার্চুয়াল আর্থ প্রতিযোগিতায় পেরে ওঠেনি। তাদের ভার্চুয়াল আর্থকে আরো এগিয়ে নিতে গতকাল মাইক্রোসফট ভার্চুয়াল আর্থে থ্রিডি ফটোসিন্থ নামে নতুন প্রযুক্তি যোগ করেছে। এর ফলে কোন যায়গা বা মহাশুন্যের ছবি দিয়ে থ্রিডি ভিউ তৈরী করে দেখা যাবে।
বর্তমানে কম্পিউটারের সামনে বসে বিশ্বের যে কোন যায়গা দেখা সহজ করে দিয়েছে এই ম্যাপিং সফটওয়্যারগুলি। ডিজিটাল ক্যামেরায় ছবি উঠানোর সময় জিওট্যাগিং এর সাহায্যে যায়গার সঠিক অবস্থান ছবির সাথে থেকে যায়। এমন লক্ষ লক্ষ ছবি রয়েছে ইন্টারনেটে। ব্যবহারকারী যখন নির্দিষ্ট কোন যায়গা দেখতে চান তখন সেই ছবিগুলিকে একত্রিত করে থ্রিডি মডেল তৈরী হবে এবং ইন্টারনেট ব্যবহারকারী তার মনিটরে সেটা দেখতে পাবেন। শুধু পৃথিবীর বিভিন্ন দেশ, শহরই নয়, মহাশুন্যের বিভিন্ন স্থানও এভাবে দেখে নেয়া যাবে।
মাইক্রোসফট বলেছে এর ফলে মানুষ যে দর্শনীয় যায়গা দেখতে পাই তাই না, বরং কম্পিউটারের সামনে বসে নির্দিষ্ট কোন বস্তু কিংবা হোটেল কিংবা বাড়ি ইত্যাদি দেখে নিতে পারবেন।
No comments:
Post a Comment