May 12, 2009

উইন্ডোজ ৭ আসছে এবছরই Windows 7 coming this year

মাইক্রোসফটের উইন্ডোজ ৭ এর রিলিজ ক্যান্ডডেট ইন্টারনেটে দেয়া হয়েছে ডাউনলোডের জন্য। তারপরও অনিশ্চয়তা ছিল ফাইনাল ভার্শন এবছরই ছাড়া হবে না-কি আগামী বছর। সাধারনত কোন অপারেটিং সিষ্টেম বাজারে ছাড়ার পর ৩ বছরের মাথায় বড় ধরনের পরিবর্তন আনে মাইক্রোসফট। সে হিসেবে ভিসতার পর উইন্ডোজ ৭ আগামী বছর আসার কথা। মাইক্রোসফটের প্রস্তুতি চলছে চলতি বছরের শেষদিকে এটি বাজারে ছাড়ার। মাইক্রোসফটের ভাষায়, আমরা উইন্ডোজ ৭ এর ছুটির দিকে যাচ্ছি ভালভাবেই। ছুটির সময় বলতে সাধারনভাবে বছরশেষে বড়দিনের ছুটি বুঝায়।

উইন্ডোজ ৭ এর সাথে সাথে মাইক্রোসফটের অন্যান্য সফটওয়্যারের কথাও জানানো হয়েছে। একই সময়ে উইন্ডোজ সার্ভার ২০০৯ রিলিজ ২ ছাড়া হবে। গত মাসে উইন্ডোজ সার্ভারের রিলিজ ক্যান্ডিডেটও ছাড়া হয়েছে।

উইন্ডোজ ৭ এর সাথে কাজ করার জন্য অন্যান্য বেশকিছু বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন হবে। বিশেষ করে এরসাথে ঠিকভাবে কাজ করে এমন হার্ডওয়্যার তৈরী। এরই মধ্যে দুটি কোম্পানীকে উইন্ডোজ লোগো সার্টিফিকেট দেয়া হয়েছে। উইন্ডোজ ৭ এর সব সুবিধা কাজে লাগাতে পারে এমন অফিসও তৈরীর পথে। মাইক্রোসফট অফিস ২০১০ নামে এই সফটওয়্যার জুলাইয়ে পরীক্ষার জন্য দেয়া হবে।

No comments:

Post a Comment