উচু মানের কনজুমার ক্যামেরায় আপনি যাকিছু আশা করতে পারেন তার সবই রয়েছে প্যানাসনিকের এই ক্যামেরায়। সব ধরনের ম্যানুয়েল কন্ট্রোল, বিভিন্ন এডজাষ্টমেন্টের জন্য প্যানাসনিকের বিখ্যাত লেন্স রিং, পরিবর্তনযোগ্য ভিউফাইন্ডার, নতুন টাচস্ক্রিন থেকে ব্যবহারযোগ্য বেশকিছু অটোমেটেড কন্ট্রোল এসবের সাথে রয়েছে ইন্টারনাল ১২০ জিবি হার্ডড্রাইভ এবং চমৎকার হাই ডেফিনিশন ভিডিও। যারা প্রফেশনাল ক্যামেরা খোজ করেন তারাও একবার এদিকে দৃষ্টি দেবেন।
বরাবরের মত প্যানাসনিকের এই ক্যামেরায়ও লো লাইট পারফরমেন্স অত্যন্ত ভাল। মসৃন এবং উজ্জ্বল ভিডিওতে নয়েজ প্রায় নেই বললেই চলে। বিশ্লেষকরা একে বছরের সেরা মানের ভিডিও বলে উল্লেখ করছেন। অভিজ্ঞরা যেমন সব ধরনের ম্যানুয়েল কন্ট্রোলের সুবিধে পাবেন তেমনি নবীনরাও খুব সহজে ইন্টেলিজেন্ট অটো ব্যবহার করার সুযোগ পাবেন।
এতে ৩টি ১/৪ ইঞ্চি সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে। অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন সহ ১২এক্স জুমের লেইকা লেন্সের ফোকাস দুরত্ব ৪৪.৯ – ৫৩৯ মিমি। ২.৬ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানোর ব্যবস্থা রয়েছে (ভিডিওতে ২ মেগাপিক্সেল)। এর হার্ডডিস্কে সবচেয়ে ভাল মানের ভিডিও করলেও সাড়ে ৭ ঘন্টার ভিডিও রেকর্ড করা যাবে। সেইসাথে এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে। ৩২গিবা কার্ডে ৪ থেকে ১২ ঘন্টার ভিডিও রেকর্ড হবে।
অডিও সহ অন্যান্য সব ধরনের কানেকটিভিটি রয়েছে। এককথায় সাধারন ক্যামেরার মধ্য থেকে ভাল মানের ভিডিওর জন্য প্রয়োজনীয় কোনকিছুই বাদ যায়নি।
No comments:
Post a Comment