May 12, 2009

ব্লগ তৈরী শিখুন Create your own blog

ব্লগ তৈরী শেখার জন্য অর্থ ব্যয় করতে হয় ?

হয় ব্লগ তৈরী শেখার ব্যবসা চালু হয়েছে বেশ কিছুদিন হল ওয়াইম্যাক্স, থ্রিজি এসব কথাবার্তা যত বেশি চালু হচ্ছে এই ব্যবসার প্রসারও তত বাড়ছে সহজ কথায়, এটি প্রতারনা কম্পিউটার বিষয়ে যে সাধারন জ্ঞান দেয়া উচিত ছিল শিক্ষা প্রতিষ্ঠানের সেই দায়িত্ব তুলে দেয়া হয়েছে ব্যবসায়িদের হাতে আপনি যদি ব্লগ তৈরী করতে চান তাহলে এই লেখাটুকু দেখুন এবং সরাসরি ব্লগ তৈরী করুন কারো সাহায্য ছাড়াই এবং কোনরকম অর্থব্যয় না করেই

আপনার যা প্রয়োজন তা হচ্ছে এইটি ই-মেইল এড্রেস যদি না থাকে তাহলে gmail.com এড্রেসে গিয়ে একটি ইমেইল একাউন্ট খুলুন ভয় পাবার কিছু নেই সেখানে শুধুমাত্র নিজের নাম, ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে একটি ফর্ম পুরন করতে হয় একমাত্র সমস্যা যা হতে পারে তা হচ্ছে ইমেইল এড্রেস হিসেবে যে নাম আপনার পছন্দ সেটি আগেই কেউ ব্যবহার করতে পারে সেক্ষেত্রে নাম-সংখ্যা ইত্যাদির সমম্বয়ে তৈরী একটি শব্দ তৈরী করে ব্যবহার করুন ইমেইলের এড্রেস (নাম) এবং পাশওয়ার্ড ভালভাবে সংরক্ষন করুন

ব্লগারে ব্লগ তৈরীর জন্য blogger ওয়েবসাইটে যান মাত্র তিনধাপে ব্লগ তৈরীর নির্দেশাবলী দেখতে পাবেন যদি ইংরেজী ভীতি থাকে তাহলেও সমস্যা হবে না, বাংলায় নির্দেশাবলী দেখতে পাবেন সেখানে যা করতে বলা হয় তা করুন ব্লগের নাম, বিষয়-পরিচিতি টাইপ করে দিন, একটি থিম পছন্দ করুন (পরবর্থীতে যে কোন সময় পরিবর্তন করা যাবে) এবং ব্লগ তৈরী করুন ব্লগে যা করতে চান সেটা শুরু করুন প্রয়োজনে হেল্প দেখে নিন এটুকু কাজ যদি নিজে করতে না পারেন তাহলে একাজ আপনার জন্য নয় ব্লগারের জন্য যা গুরুত্বপুর্ন সে বিষয়গুলি বরং জেনে নিন

ব্লগে আপনি যে কোন বিষয় নিয়ে লিখতে পারেন (যেমন এই ব্লগ তৈরী করা হয়েছে প্রযুক্তি বিষয়ে তথ্য বাংলায় পরিবেশন করার জন্য) আপনি কোন বিষয়ে লিখবেন তা ঠিক করে নিন এমন কিছু লিখবেন যা অন্যদের কাছে আকর্শনীয়, গুরুত্বপুর্ন মনে হবে লেখা ছাড়াও ছবি, ভিডিও, সঙ্গিত ইত্যাদি নিয়েও ব্লগ হতে পারে বিভিন্ন ওয়েবসাইট ঘুরে জেনে নিন ব্লগ কত ধরনের হতে পারে, সেখানে কি কি থাকে যে বিষয়ের ব্লগই করুন না কেন, সেটা নিয়মিত আপডেট করুন

ব্লগকে আকর্শনীয় করার জন্য সুন্দর দেখে থিম ব্যবহার করুন ওয়েবে সার্চ করলে বহু সুন্দর সুন্দর থিম পাবেন এগুলি বিনামুল্যে ডাউনলোড করে ব্যবহার করা যায় যেকোন সময় আপনার ওয়েবসাইটে থিম পরিবর্তন করতে পারেন

ভিজিটররা যেন সার্চ করে আপনার ওয়েব সাইট খুজে পায় সেজন্য বিভিন্নরকম পদ্ধতি (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) রয়েছে ping-o-matic সাইটে যান এবং আপনার ব্লগের ঠিকানা দিয়ে ping করুন এধরনের আরো বহু সার্ভিস রয়েছে যা ধীরে ধীরে আয়ত্ব করতে পারবেন ভিজিটরদের তথ্য জানার জন্য google analytics এ রেজিষ্টার করুন সেখানে দেয়া তথ্য অনুযায় নির্দিষ্ট কোড আপনার ব্লগের কোডের সাথে যুক্ত করুন আপনার ওয়েব সাইটে কতজন ভিজিটর ভিজিট করেছে, কোথা থেকে এসেছে, কোন বিষয়ে আগ্রহ দেখিয়েছে, কতক্ষন সেখানে থেকেছে, কোথায় ক্লিক করেছে সব তথ্য জানতে পাবেন

Adsense ব্যবহার করে বিজ্ঞাপন দিন সেখান থেকে আপনার আয় আসতে থাকবে এক কথায়, এই কাজগুলির কোনটিতেই কারো সাহায্য প্রয়োজন হওয়ার কথা না

একই পদ্ধতিতে wordpress ব্লগ তৈরী করতে পারেন এর সুবিধে হচ্ছে পিং করার প্রয়োজন নেই, কাজটি ওয়ার্ডপ্রেস নিজেই করে এনালাইটিক জাতিয় কিছু প্রয়োজন নেই, এটিও সরাসরি কাজ করে তবে ফ্রি হোষ্টিং-এ সেখানে বিজ্ঞাপন দেয়া যায় না যদি বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন করতে চান তাহলে ব্লগার তুলনামুলক সুবিধাজনক

ব্লগিং কে ভয় পাবার কিছু নেই নিজেই কয়েকমাস চেষ্টা করলে অভিজ্ঞ ব্লগারে পরিনত হবেন

1 comment:

  1. ব্লগ তৈরি করা সত্যিই কতই না সহজ। আর এর সবকিছু নিয়েই তো আমার

    http://banglablogtips.blogspot.com/

    ReplyDelete