বৃটেনের সফটওয়্যার প্রতিষ্ঠান শেরিফ লিমিটেড ফটো এডিটিং এর জন্য ফটোপ্লাশ ১৩ ডিজিটাল ষ্টুডিও (Photoplus X3 Digital Studio)নামে একটি সফটওয়্যার বাজারে ছেড়েছে। এটা ব্যবহার করে খুব সহজে উচু মানের ফটো এডিটিং এর কাজ করা যাবে। অনেকে বলছেন এই পর্যায়ে আজ পর্যন্ত যে সফটওয়্যারগুলি তৈরী হয়েছে এটা তাদের সেরা। ফটোপ্লাস এর সুবিধাগুলির মধ্যে রয়েছে;
র ইমেজ প্রসেসিং (Raw Image Processing) – র ফটো ষ্টুডিও ব্যবহার করে ক্যামেরা উঠানো ছবির সব্বোর্চ্চ মান ঠিক রেখে র মোডে এডিটিং
হাই ডাইনামিক রেঞ্জ ইমেজিং – বিভিন্ন এক্সপোজারে উঠানো একাধিক ছবি থেকে এইচডিআর ফটো তৈরী।
হাই কালার ইমেজ – সবোর্চ্চ মানের জন্য এতে ৪৮ বিট কালার মোডে কাজ করা যায়।
খুব সহজে এবং দ্রুত ছবির কোন সমস্যা দুর করা যায়।
ধাতব পদার্থ, কাচ ইত্যাদি প্রতিফলন ইফেক্ট ব্যবহার।
মাইক্রোসফটের এইচডি ফটো সাপোর্ট। নতুন এই ফরম্যাটে মান ঠিক রেখে ফাইলকে যথেষ্ট ছোট রাখা যায়।
এছাড়াও ফিল্টার গ্যালারীতে পেজ কার্ল সহ নানাধরনের ইফেক্ট রয়েছে। ব্যবহার সহজ হওয়ার কারনে ফটোগ্রাফারদের ডিজিটাল ষ্টুডিও হিসেবে সফটওয়্যারটি পরিচিতি পাবে বলে মন্তব্য করছেন অনেকে। এর দামও অন্যান্য সফটওয়্যারের তুলনায় খুবই কম। মাত্র ৮০ ডলার।
No comments:
Post a Comment