জুম : প্যানাসনিক ক্যামেরাটি ১৮ এক্স জুম (২৭-৪৮৬মিমি), ক্যানন ২০এক্স (২৮-৫৬০ মিমি) এবং নিকন ২৪ এক্স (২৬-৬৪২ মিমি)। কাজেই ওয়াইড এবং জুম দুদিক থেকেই অন্যদের থেকে নিকন এগিয়ে। তবে প্যানাসনিকে একটি বৈশিষ্ট হচ্ছে ৩ মেগাপিক্সেলে ৩২ এক্স ব্যবহার করার বিশেষ ব্যবস্থা।
মেগাপিক্সেল : নিকন ১২ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করে, অন্যদিকে ক্যানন এবং প্যানাসনিক উভয়ই ১০ মেগাপিক্সেল। এদিক থেকেও নিকন এগিয়ে।
ভিডিও : ক্যানন এবং প্যানাসনিক হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করে। অন্যদিকে নিকন রেকর্ড করে ভিজিএ রেজুলৃশন। সবগুলোতেই ষ্টোরেজ হিসেবে এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা হয়।
ছবির মান : যারা ছবির মান বিশ্লেষন করেন তাদের মতে তুলনার বিচারে প্যানাসনিকের ছবির মান অত্যন্ত ভাল। ক্যানন নিয়ে কোন সমস্যা নেই। তবে নিকন সম্পর্কে অভিমত হচ্ছে হাই এন্ড জুমের সময় এটি স্লো ফোকাস করে এবং অটোফোকাসের সময় মাঝের কোন বস্তু সমস্যা তৈরী করে। রঙের ক্ষেত্রে ক্যানন থেকে কিছুটা পিছিয়ে।
দাম : দামের দিক থেকে প্যানাসনিক সবচেয়ে কম, ৩৫০ ডলারের কাছাকাছি, নিকন প্রায় ৪০০ ডলার, ক্যানন ৬০০ ডলারের কাছাকাছি। ক্যানন এসএক্স-১ এর মত মোটামুটি একই ধরনের আরেকটি মডেল রয়েছে এসএক্স-১০। এর দাম ৪০০ ডলারের নিচে। দুই মডেলের একমাত্র পার্থক্য এসএক্স-১০ হাই-ডেফিনিসনের বদলে ভিজিএ (৬৪০-৪৮০) ভিডিও রেকর্ড করে।
সিদ্ধান্ত : ক্যামেরাগুলির মধ্যে সত্যিকারের বড় ধরনের পার্থক্য কমই। সবগুলিতেই ম্যানুয়েল কন্ট্রোল, ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, ফেস ডিটেকশন, অনেকগুলি সিনমোড ইত্যাদি রয়েছে। দামের বিষয়টি সহনীয় হলে ক্যানন প্রথম পছন্দ হতে পারে, যদিও জুমের দিক থেকে কিছুটা পিছিয়ে। ভিডিও তত গুরুত্বপুর্ন না হলে এসএক্স-১ এর বদলে এসএক্স-১০ এর কথা ভেবে দেখা যেতে পারে। এর আরেকটি সুবিধা এর এলসিডি ডিসপ্লে আর্টিকুলেট, যার অর্থ এটি ঘুরিয়ে বিভিন্ন অসুবিধাজনক অবস্থানেও ছবি তোলা যায়। অন্যদিকে প্যানাসনিক এর দাম সবচেয়ে কম এবং কাজের দিক থেকে যথেষ্ঠ ভাল। নিকনকে এদের মাঝামাঝি রাখা যেতে পারে।
এদের বাইরে সুপারজুম ক্যামেরা মধ্যে অলিম্পাস ৫৯০ ইউ জেড দেখা যেতে পারে। এটা ২৬ এক্স জুম (২৬-৬৭৬ মিমি, ১২ মেগাপিক্সেল, দাম ৪০০ ডলারের কিছু বেশি)। যারা এক্সডি মেমোরী কার্ডের জন্য অলিম্পাসকে এড়িয়ে চলেন তাদের জানাচ্ছি, এতে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যায়। তুলনামুলক কম ব্যবহার হলেও পেনটাক্সের এক্স-৭০ সুপারজুম ক্যামেরা রয়েছে। সেটাও দেখতে পারেন।
No comments:
Post a Comment