ইউরোপীয় ইউনিয়ন চীপ নির্মাতা ইন্টেলকে তাদের ব্যবসা পদ্ধতির কারনে ১৪৫ কোটি ডলার জরিমানা করেছে। বিশ্বের সবচেয়ে বড় চীপ নির্মাতার বিরুদ্ধে মামলা করেছিল দ্বীতিয় বৃহত্তম কোম্পানী এএমডি। তাদের অভিযোগ যেসব কোম্পানী এএমডির সাথে ব্যবসা করে তাদেরকে ইন্টেল নানাভাবে হয়রানি করে। গত ৫ বছর ধরে এএমডি এই বিষয় নিয়ে মামলা করে যাচ্ছে।
ইইউ কম্পিটিশন কমিশনার বলছেন ইন্টেল তার প্রতিদ্বন্দিদের ব্যবসা করার সুযোগ না দিয়ে ইউরোপের লক্ষ লক্ষ ব্যবহারকারীদের ক্ষতি করছে। তারা ইচ্ছে করে প্রতিদ্বন্দিদের ব্যবসা থেকে বঞ্চিত করছে। ইন্টেলকে কিছু কিছু পণ্যের বিক্রি পদ্ধতি পাল্টাতে হবে। যদিও সে পণ্য কি তা নির্দিষ্ট করে জানানো হয়নি। এএমডি প্রধান ডার্ক মেয়ার একে প্রতিযোগিতামুলক বাজারের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। ইন্টেল জানিয়েছে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।
এই রায়ের পর আমেরিকাতেও ইন্টেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি-না নিশ্চিত না হলেও বর্তমান সরকারের ওপর বড় ধরনের চাপ আসবে এটা নিশ্চিত।
কম্পিউটার জগতের মাইক্রোপ্রসেসরের বাজার এই দুই কোম্পানীর দখলে। ইন্টেলের দখলে ৮০ ভাগ, বাকিটা এএমডি-র। একজনের ক্ষতির অর্থ আরেকজনের লাভ।
এএমডির প্রথম অভিযোগ কম্পিউটার নির্মাতাদের ইন্টেল এমন দামে প্রসেসর বিক্রি করে যে কোন কোন ক্ষেত্রে তা বিনামুল্যে বিতরনের মত। এক্ষেত্রে এসার, ডিল, এইচপি, লেনোভো, এনইসি ইত্যাদি কোম্পানীর তথ্য হাজির করেছে এএমডি।
No comments:
Post a Comment