প্রো-ফটো ফটোগ্রাফারদের জন্য নতুন এক ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছে। তারা একে বলছে সহকারী। এই সহকারীরা বিশ্বের যে কোন যায়গা থেকে প্রতিযোগিতায় ছবি পাঠাতে পারবে। প্রতিমাসে বিজয়ী নির্বাচন করা হবে। প্রথম পুরস্কার পাওয়া ছবি ঠটো ম্যাগাজিনের পুরো পাতা বিজ্ঞাপনে ব্যবহার করা হবে। ফলে বিজয়ী পাবেন বিশ্ব পরিচিতি। সেইসাথে তার লেখা, ব্লগ, পডকাষ্ট ইত্যাদি প্রচারের ব্যবস্থা করা হবে। প্রতিমাসের বিজয়ীদের মধ্যে থেকে একজন গ্রান্ড উইনারকে ১০ হাজার ডলার মুল্যের প্রো-ফটো লাইটিং ইকুইপমেন্ট দেয়া হবে। দ্বিতীয় এবং তৃতিয় স্থান অধিকারীকে দেয়া হবে যথাক্রমে আড়াই হাজার এবং ১ হাজার ডলার মুল্যের সামগ্রী।
প্রো-ফটো র পক্ষ থেকে বলা হয়েছে, তাদের উদ্দেশ্য হচ্ছে সেইসব সহকারীদের ভুমিকা তুলে ধরা যারা তাদের মননশীলতা এবং কঠোর পরিশ্রম ব্যয় করেনসুন্দর কাজের পেছনে, তাদের সেই অভিজ্ঞতাকে তুলে ধরা। এখানে মুলত যারা লাইটিং-এর সার্বিক দায়িত্ব পালন করেন তাদের কথা বলা হয়েছে। সাধারনভাবে এদেরকে ক্যামেরাম্যানের সহকারী হিসেবেই বিবেচনা করা হয়। উল্লেখিত পুরস্কার ছাড়াও বিজয়ীরা ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন শহরে অনুষ্ঠিত অনুষ্ঠানের আমন্ত্রন পাবেন।
একজন সহকারী প্রতিমাসে ৪টি করে ছবি পাঠাতে পারবেন। ছবি পাঠানো এবং আরো জানার জন্য তাদের ওয়েব ঠিকানায় যোগাযোগ করতে হবে।
ছবি পাঠানোর ঠিকানা : http://www.profotoassistant.com/gallery/
বিস্তারিত জানার জন্য ঠিকানা http://www.profotoassistant.com/
No comments:
Post a Comment